বিনোদন

বাড়তে চলেছে শুভশ্রীর পরিবার! পদোন্নতি হবে ইউভানের

Subhashree Ganguly

The Truth of Bengal: নতুন পোস্টে জল্পণা তুঙ্গে। ইউভান হতে চলেছে বড় ভাই । টলি সুন্দরী যে ফের মা হতে চলেছেন তা একেবারেই স্পষ্ট পোস্টে। এ খবরে খুশি অনুরাগীরা। হিট নায়িকাদের মধ্যে অন্যতম শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। তিনি যাই করেন না কেন সবটাই পোস্ট করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। এমনকি ইউভানেরও বিভিন্ন সময়ের ছবি রাজ শুভশ্রী  পোস্ট করে থাকেন। আর এবার একপাশে শুভশ্রী অন্যদিকে রাজ (Raj Chakraborty) মাঝে সন্তান ইউভান (Yuvaan)। সাদা টি শার্টে এক গাল হাসিতে মা বাবার হাত ধরে রেখে  সামনের দিকে এগিয়ে যাচ্ছে ইউভান।

সেই ছবি পোস্ট করে শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় দিলেন সুখবর। লিখলেন , ইউভান ইজ প্রোমোটেড টু বিগ ব্রাদার। অর্থাৎ বড় ভাই হতে চলেছে ইউভান। ইউভানের যেন পদন্নোতি হল। শুভশ্রী রাজ কে ট্যাগ্ও করেছেন এই ছবিতে। শুভশ্রীর কাছ থেকে এই শুভ খবর পেয়ে খুশি নেট নাগরিকেরা। ফের মা হবেন শুভশ্রী! ইউভান কে নিয়েই রাজ শুভশ্রীর জগতে নতুন সদস্যের আগমনের খবরে খুশির বন্যা বয়ে যাচ্ছে অনুরাগীদের মধ্যে।  শুভশ্রীর এই পোস্টে বয়ে গেছে লাইক কমেন্টের বন্যা।

বর্তমানে কাজের ক্ষেত্রে যেন ডুবে রয়েছেন রাজ। তার পরিচালনায় আবারো মুক্তি পেতে চলেছে ‘আবার প্রলয়’।  টিজারে মুখ্য ভূমিকায় রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। এদিকে শুভশ্রীর ইন্দুবালা ভাতের হোটেল যথেষ্ট যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। এসবের মধ্যেই জীবনের পরবর্তী অধ্যায়ে যেন পদার্পণ করলেন। উল্লেখ্য, গত মে মাসেই রাজ-শুভশ্রীর  বিয়ের পাঁচ বছর পূর্ণ হয়েছে। আর এবার পরিবারে নতুন সদস্যের আগমনের অপেক্ষা।

Related Articles