এক ফ্রেমে ইন্দ্রনীল ও বরখা, তবে কী ফের জোড়া লাগছে ভাঙা সংসার?
Indranil and Barkha in one frame, but what day did the broken family look like again

The Truth Of Bengal: টলিউডের অণ্ডরে তাসের ঘরের মতো ভাঙছে একের পর এক সম্পর্ক। এরই মধ্যে বরখা এবং ইন্দ্রর সম্পর্কে আসতে চলেছে নয়া ট্যুইস্ট। সম্প্রতি তাঁদের এক ফ্রেমে দেখা যাবার পর সেখান থেকেই গুঞ্জন উঠতে শুরু করেছে ফের নাকি জোড়া লাগছে ইন্দ্রনীল ও বরখার ভাঙা সংসার।
তিন বছর ধরে আলাদা থাকার পর অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত এবং বরখার ডিভোর্সের খবর শোনা যায় , যার নেপথ্যে রয়েছে টলিপাড়ার আরেক নায়িকার সঙ্গে ইন্দ্রনীলের সম্পর্ক।যার কারণেই নাকি এই বিচ্ছেদ। ফের এক ফ্রেমে দেখা গেল বরখা এবং ইন্দ্রকে সেখান থেকেই জল্পনা চলছে তাহলে কি ফের মণোমালিন্য মিটিয়ে ফের কাছাকাছি আসছেন জুটিতে? বরখা এবং ইন্দ্রনীলের ‘চলতি রহে জিন্দেগি’ একটি ছবির ঝলক প্রকাশ্যে এসেছে।
আর এই ছবি সামনে আসার পর থেকেই জোর চর্চা শুরু হয়েছিল।তবে বরখা জানিয়েছে , “আমরা যখন এই ছবির শুট করি তখন লকডাউন চলছিল। আমাদের বিবাহিত জীবন ছিল আনন্দে পূর্ণ। সেই সময় পরিচালক আরতি এস বাগদি এই সিনেমার প্রস্তাব নিয়ে আসেন।” ছবিতে তাঁদের মেয়ে মীরাকেও দেখা যাবে।তবে বরখা স্পষ্ট করেছেন, তাঁদের সম্পর্কের মধ্যে এখনও দূরত্ব রয়েছে। এই ছবিতে ইন্দ্রনীল ও বরখার পাশাপাশি দেখা যাবে তাঁদের মেয়ে মীরাকেও।