অতীত ভুলে এবার কি গ্রিক সুন্দরীতে মজেছেন কার্তিক? ভাইরাল ছবিতে তোলপাড় নেটপাড়া
সম্প্রতি সেই কৌতূহল আরও বাড়িয়েছে গোয়ার সমুদ্র সৈকতে কার্তিকের একটি ছবি।
Truth Of Bengal: বলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’-এর তালিকায় কার্তিক আরিয়ানের নাম সব সময় শীর্ষে থাকে। সুদর্শন চেহারা, বক্স অফিসে সফল ফিল্ম এবং পর্দায় একের পর এক ভিন্ন স্বাদের চরিত্রে অভিনয়—সব মিলিয়ে পাত্র মন্দ নয় কার্তিক। উপরন্তু ‘রুহ বাবা’-র মতো হিট ছবিতে তার চেহারা বহু নায়িকার হৃদয় ছুঁয়েছে। তাই কার্তিকের প্রেম জীবন নিয়েও দর্শক ও অনুরাগীদের মধ্যে কৌতূহল সবসময় থাকে।
সম্প্রতি সেই কৌতূহল আরও বাড়িয়েছে গোয়ার সমুদ্র সৈকতে কার্তিকের একটি ছবি। সোমবার রাত থেকে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, ধু ধু করা বালির মধ্যে আরাম কেদারায় বসে রয়েছেন তিনি।
ছবিটি শেয়ার হবার কিছু সময়ের মধ্যেই নেটপাড়ায় গুঞ্জন শুরু হয়—কার্তিকের সঙ্গে কে ছিলেন সেই রহস্যময়ী ব্যক্তি। নেটবাসিন্দারা দ্রুত ছবির ফ্রেম মিলিয়ে তুলনা শুরু করেন, তোয়ালের রঙ থেকে চেয়ারের প্যাটার্ন পর্যন্ত সব মিলিয়ে ‘দুয়ে দুয়ে চার’ করার চেষ্টা করেন। গুঞ্জন উঠেছে, ওই রহস্যময়ী নারী কার্তিকের সঙ্গে সমুদ্রের জলে সময় কাটাচ্ছিলেন।
পরবর্তীতে ওই তরুণীর পরিচয়ও প্রকাশ পায়—তার নাম করিনা কুবিলিও, তিনি মূলত গ্রিসের বাসিন্দা। জানা যায়, দীর্ঘদিন ধরেই তিনি কার্তিককে সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করতেন এবং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন। ছবির ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে করিনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কমেন্ট ও শুভেচ্ছার ঝড় বইছে।
এবার অনুরাগীদের প্রশ্ন, নাকি কার্তিকের জীবন থেকে অতীতের নামগুলি—যেমন অনন্যা পাণ্ডে বা শ্রীলীলা—পুরোপুরি হারিয়ে যাচ্ছে?




