অপেক্ষার অবসান! আসছে ‘গডজিলা মাইনাস জিরো’
সোমবার মুক্তি পেল ছবির সিক্যুয়ল 'গডজিলা মাইনাস জিরো'-র প্রথম ঝলক
Truth Of Bengal: ২০২৩ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় চলচ্চিত্র ‘গডজিলা মাইনাস ওয়ান’-এর অভাবনীয় সাফল্যের পর থেকেই দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সিক্যুয়লের জন্য। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার মুক্তি পেল ছবির সিক্যুয়ল ‘গডজিলা মাইনাস জিরো’-র (Godzilla Minus Zero) প্রথম ঝলক। তোহো স্টুডিয়োর এক্স হ্যান্ডল এবং ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে এই টিজারটি।
আরও পড়ুনঃ Rising Star Asia Cup: ছোটোদের এশিয়াকাপের জন্য জাতীয় দলে সুযোগ পেলেন বৈভব
টিজারটি মুক্তি পেতেই তা নিয়ে ইতিমধ্যেই চলচ্চিত্র মহলে জোর চর্চা শুরু হয়েছে। প্রথম ঝলক দেখে অনেকেই অনুমান করছেন, এবার ছবিটি আরও বড় পরিসরে এবং আরও বিশাল ক্যানভাসে নির্মিত হতে চলেছে। প্রথম পর্বের সফল টিমই এই সিক্যুয়ল তৈরির দায়িত্ব সামলাচ্ছে। (Godzilla Minus Zero)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
‘গডজিলা মাইনাস ওয়ান’-এর পরিচালনা, স্ক্রিপ্ট লেখা এবং ভিএফএক্স-এর দায়িত্বে ছিলেন তাকাশি ইয়ামাজাকি, এবং সিক্যুয়েলেও তিনি একই গুরুদায়িত্ব সামলাবেন। এই প্রজেক্টের আরেক গুরুত্বপূর্ণ সদস্য হলেন শিরোগামি। গডজিলার প্রথম পর্বের জন্য এই দুজন ৯৫তম অ্যাকাডেমি পুরস্কার অর্জন করেছিলেন। (Godzilla Minus Zero)
প্রথমবারের মতো এবারও এই ছবির প্রযোজনা করছে তোহো স্টুডিয়ো এবং রোবট। ছবির প্রথম পর্বটি শুধু জাপান নয়, আমেরিকাতেও ব্যাপক সাফল্য লাভ করেছিল এবং বক্স-অফিসে তার ব্যবসা ছিল নজরকাড়া। ছবিটি যুদ্ধোত্তর জাপানের প্রেক্ষাপটে নির্মিত হয়েছিল, যেখানে যুদ্ধের কবলে পড়া একটি জাতির ওপর দানবের আক্রমণের কাহিনি দেখানো হয়। তবে, নতুন এই ‘গডজিলা’ সিনেমাটি প্রথম ছবির সরাসরি সিক্যুয়েল হবে নাকি কাইজুকে নিয়ে আলাদাভাবে তৈরি হবে, সেই বিষয়ে নির্মাতারা এখনও কোনও নিশ্চয়তা দেননি। (Godzilla Minus Zero)






