
Truth Of Bengal: আবারও পুলিশে যোগ দিচ্ছেন অজয় দেবগন! তাও আবার ১২ বছর পর? ভাবছেন হঠাত কি হলো অভিনেতার? দাঁড়ান দাঁড়ান… এতো ঘাবড়ালে চলবে? আসছে ‘সিংহাম এগেইন’ আর তারই ফার্স্ট লুক সামনে এলো।রোহিত শেঠির এই মোস্ট অ্যাওয়েটেড ছবি খুব শীঘ্রই বড় পর্দায় দেখা যাবে।
বাজিরাও সিংঘমকে মনে আছে নিশ্চয়। যাঁকে দুর্দমনীয় পুলিশ সিংহমের ভূমিকায় দেখা গিয়েছিল প্রায় ১২ বছর আগে।ছবিটিতে পুলিশ অফিসার সিংঘমের ভূমিকায় অনবদ্য ছিলেন বলিউড সুপারস্টার অজয় দেবগন। এরপর এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ভার্সানে কামাল দেখিয়েছিলেন অজয়। আর তখন থেকেই সিংঘম-এর তৃতীয় ভার্সানের পরিকল্পনা করেন পরিচালক রোহিত শেট্টি।এবার সেই বিখ্যাত পুলিশ চরিত্র বাজিরাও সিংহমকে শীঘ্রই রোহিত শেঠির আসন্ন ছবি সিংহাম এগেইন-এ আবার দেখা যাবে।
অজয় দেবগনের বহু প্রতীক্ষিত ছবি সিংঘম এগেন-এর ফার্স্ট লুক প্রকাশ পেতেই উচ্ছসিত তিনি। সোশ্যাল দুনিয়ায় নিজের লুক শেয়ার করে অজয় ইনস্টাগ্রামে লিখেছেন,“শের আতঙ্ক মচাতা হ্যায়, অওর জখমি শের তবাহি! আর প্রত্যেকের প্রিয় পুলিশ বাজিরাও সিংহম আবার ফিরছে!
অজয়-করিনা ছাড়াও সিংঘম-এর পার্ট থ্রি-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফ, এবং দীপিকা পাড়ুকোনকে। তারাও নিজেদের লুক প্রকাশ্যে এনেছেন সোশ্যাল মিডিয়ায়।
FREE ACCESS