বিনোদন

একাধিক দেশে নিষিদ্ধ করা হলো ফাইটার! কিন্তু কেন?

 

বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোনের নতুন ছবি ‘ফাইটার’। এই ছবিতে পুলওয়ামার ঘটনার প্রতিশোধ নেওয়ার গল্প দেখানো হয়েছে। ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই ছবিটি নিয়ে বেশ বিতর্ক শুরু হয়। পাকিস্তানের অনেক সেলিব্রিটি ছবিটিকে পাকিস্তান বিরোধী বলে আখ্যায়িত করেন।

এই বিতর্কের জবাবে ‘ফাইটার’ পরিচালক সিদ্ধার্থ আনন্দ পাল্টা বিতর্ক শুরু করেছেন। তিনি বলেন, “পাকিস্তানের ছবিতে ভারত বিরোধী বিষয় দেখানো হলে ভারতীয় সেলিব্রিটিরা কিছু বলেন না।

তাহলে পাকিস্তানিদেরও কিছু বলার দরকার নেই। আর হানিয়া আমির নিজেই ভারত বিরোধী বার্তা দেওয়া ছবিতে অভিনয় করেছেন। তাহলে তিনি কেন ‘ফাইটার’-কে পাকিস্তান বিরোধী বলছেন?”

সিদ্ধার্থ আনন্দ আরও বলেন, “‘ফাইটার’ একটি সন্ত্রাস বিরোধী ছবি। ছবিতে ভারতের প্রতি ভালোবাসার বার্তা দেওয়া হয়েছে। ট্রেলারে কয়েকটা লাইন দেখে হইচই করার দরকার নেই। পুরো ছবিটা দেখে তারপর মন্তব্য করা উচিত।”

Related Articles