মসনদের লড়াই

মোদির মুখে নেই মোদির গ্যারান্টি, মেরুকরণে অস্ত্রে শান বিজেপির

Narendra modi at malda

The Truth Of Bengal :  চব্বিশে বিজেপির টাফ ফাইট।দেশের নানা প্রান্তের ছবি বলে দিচ্ছে,৫৪৩-আসনের মধ্যে ২৭২ম্যাজিক ফিগার ছোঁয়া একার পক্ষে সম্ভব নাও হতে পারে। তাই বিজেপির দিল্লি নেতারা প্রচারে গিয়ে উন্নয়নের ইস্যু ছেড়ে মেরুকরণের অস্ত্রে শান দিচ্ছেন। সেই প্রবণতা এবার বাংলার ভোটপ্রচারে দেখা গেল।শুক্রবার মালদা উত্তরের প্রার্থী খগেন মুর্মু ও মালদা দক্ষিণের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে সভা করেন। এর আগে আরও ছয় প্রার্থীর হয়ে প্রচারে এসেছিলেন বিদায়ী প্রধানমন্ত্রী। তাঁর বক্তৃতায়   শোনা গিয়েছিল ‘মোদী’র গ্যারান্টির কথা। এবার মোদির মুখে সেকথা শোনা গেল না।তিনি সিএএ থেকে অনুপ্রবেশ সব ইস্যুকে ছুঁয়ে গেলেও এবার আর গ্যারান্টির কথা  বিশেষ করে বলতে চাননি।তবে কী বিজেপি গেমপ্ল্যান বদল করছে ? শ্যাম পিত্রোদার প্রস্তাবমতো উত্তরাধিকার আইন লাগুর কথা তুললেন কিন্তু কখনই নিজের সরকারের কাজের রিপোর্ট কার্ড সামনে আনছেন না সেই প্রশ্ন তুলছে বিরোধী শিবির।

প্রধানমন্ত্রীর এই বাক্যবাণের জবাব দিতে গিয়ে পঞ্চবাণ সামনে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছেদিন,সবকা সাথ সবকা বিকাশ সহ নানা স্বপ্ন ফেরির প্রসঙ্গকে বেঁধেন তৃণমূল সুপ্রিমো।

যিনি কথা দিয়ে কথা রাখেন না।মানুষের ভোট নিয়ে ছিনিমিনি খেলেন।শুধুই ভাগাভাগি করে মানুষকে বিড়াম্বনায় ফেলে তাঁদের কড়া জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।তাই মোদির বিরুদ্ধে মমতার এই পাল্টা তোপ কার্যতঃ বিজেপিকে প্রশ্নের মুখে ফেলছে বলাই যায়।

 

Related Articles