মসনদের লড়াই

দিলীপের বহিরাগত তকমার জবাব কীর্তির, বোল্ড আউট করার তোপ তৃণমূল প্রার্থীর

Keerthy's reply to Dileep's outsider status, the grassroots candidate to bold out

The Truth Of Bengal: বর্ধমান দুর্গাপুরে লোকসভার লড়াই  জমে উঠেছে। সুরিন্দর সিং আলুওয়ালিয়ার ব্যর্থতার বোঝা কাঁধে নিয়ে এবার জনতার মুখোমুখি দিলীপ ঘোষ। চেষ্টা করছেন, অপরিচিত পিচে রানের ঝলক দেখানোর। ক্রিজে থেকে রান পাওয়ার মরিয়া প্রয়াস জারি রেখেছেন বিজেপি প্রার্থী। চালিয়ে খেলার চেষ্টা করলে তিনি বোল্ড আউট হবেন,পাল্টা ,তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের।

বিজেপির প্রার্থী তালিকার শেষবেলায় দিলীপ ঘোষের নাম ভেসে ওঠে।তবে এবার দিলীপ মেদিনীপুরের ময়দান ছেড়ে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী। টানাপোড়েন বা টালবাহানার পর দিলীপ ঘরে বাউন্সার না ছাড়তে পারলেও বাইরে চালিয়ে খেলার চেষ্টা করছেন।এতদিন যিনি কলকাতার নিউটাউনে প্রাতঃভ্রমণ করে বিতর্কিত মন্তব্যে রেকর্ড করেছেন, তিনিই দুর্গাপুরের প্রাতঃভ্রমণে বেরিয়ে গা গরম করলেন।যেন বোঝাতে চাইলেন খেলার মাঠে নেমে তিনি চাঙ্গা।মেদিনীপুরের মতোই নতুন কেন্দ্রেও সাড়া ফেলতে তৈরি।দিলিপের বাক্যবাণ, কীর্তি আজাদ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।তাঁকে আমি দাদার মত সম্মান করি।  কিন্তু বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মানুষ কতটুকু চেনেন তাঁকে? ভাতার -মন্তেশ্বর এগুলো কি উনি চেনেন?  ”মঙ্গলবার সকালে দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে প্রাত:ভ্রমনের পর ডাকাবুকো দিলীপের কটাক্ষ।

বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের  বিজেপি  প্রার্থী দিলীপ ঘোষ, ১০৮ শিব মন্দিরে পূজো দিয়ে দোল খেলেন তিনি। দিলীপ ঘোষের   বিতর্কিত মন্তব্য, “”কোনও সরকার দীর্ঘস্থায়ী হয় না ।সরকার বদলের হুঁশিয়ারি তাঁর গলায়।একইসঙ্গে তৃণমূলের প্রার্থীকে বহিরাগত বলায় তাঁর জবাবও দিয়েছেন কীর্তি আজাদ।সবকিছু পিছনে ফেলে শূন্য রানে আউট করার হুঙ্কার দিচ্ছেন তিনি।দিলীপকে কীর্তির জবাব, দেশের সব অংশেই সব নাগরিক ভোটে লড়তে নামতে পারেন।দেশ সেই অধিকার দিয়েছে বলেই তো গুজরাটের মোদি, বারানসী থেকেই লড়ছেন।

কৃষি-শিল্পের মিশেলে গড়া ওঠা বর্ধমান –দুর্গাপুর লোকসভাকেন্দ্রে নানা ভাষার মানুষ বাস করেন।সবার মতও পথ আলাদা।সব অংশের মানুষকে সম্মান জানিয়েই ঐক্যের বুনোন শক্ত করার ডাক দিচ্ছেন কীর্তি আজাদ।বিজপির বাংলা দখলের রাজনীতি থেকে বঞ্চনা,নারী বিদ্বেষ  থেকে মুখ্যমন্ত্রীকে অবমাননা সবই প্রচারে জায়গা পাচ্ছে।ক্ষোভ-বিক্ষোভের মাঝে   দিলীপ ঘোষের পদ্মে কাঁটা বিঁধছে সুরিন্দর সিং আলুওয়ালিয়ার মাঠে নেমে কাজ না করার মতো ইস্যু।তাই এই পিচে কোন পক্ষ কতটা চালিয়ে খেলবে সেটাই বড় বিষয়।

Related Articles