Lok Sabha Election 2024 : “আমি মাঠে নামতেই বিজেপি ভয় পেয়ে গেছে” : প্রসূন ব্যানার্জি
Lok Sabha Election 2024 : "BJP got scared as soon as I entered the field": Prasoon Banerjee

The Truth Of Bengal : মালদা:- উত্তর মালদা লোকসভা জয়ের ক্ষেত্রে শাসক দলের বড় ভরসা জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সীর গড় মালতিপুর বিধানসভা। সেখানেই প্রচার কর্মসূচি চালালেন উওর মালদার তৃণমূল প্রার্থী প্রসুন ব্যানার্জি। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা পরিষদ সদস্য আবদুল হাই ও চন্দ্রপাড়া অঞ্চল তৃণমূলের চেয়ারম্যান ফরিকুল ইসলাম।
কখনো গাড়িতে ঘুরে ঘুরে, কখনো মন্দিরে প্রার্থনা করে আবার কখনো জনসভার মধ্যে দিয়ে জনসংযোগ করে প্রচার পর্ব সারলেন তিনি। সমগ্র প্রচার কর্মসূচিতেই কর্মীদের বড় সংখ্যায় উপস্থিতি এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রবিবার প্রথমে লস্করপুরে বাঁধ রোড হয়ে প্রচার শুরু করেন প্রাক্তন আইপিএস।পরবর্তীতে খানপুর থেকে আসেন বলরামপুরে, সেখানে মহানন্দার ধারে ঐতিহ্যবাহী মনসা মন্দিরে প্রার্থনা করেন। ঢাকের বাদ্যি, উলুধ্বনি শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে প্রার্থীকে স্বাগত জানান স্থানীয় মানুষেরা।
পরবর্তীতে যদুপুর লাইব্রেরী মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। রবিবার বক্তব্য দিতে গিয়ে বিজেপি এবং কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। রবিবার ওই জনসভাতেই চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের একজন কংগ্রেস সদস্যা এবং একজন সিপিএম সদস্য যোগ দেন তৃণমূলে। প্রসূন ব্যানার্জি বলেন, “মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। আমি মাঠে নামতেই বিজেপি ভয় পেয়ে গেছে।”
এদিকে জেলা তৃণমূল সভাপতি রহিম বক্সির বক্তব্য, “এই এলাকায় কংগ্রেস সিপিএম শূন্য হয়ে যাবে। অন্ততপক্ষে আমাদের বিধানসভা থেকে ৫০ হাজার লিড হবে।”