শিক্ষা

রবিবার টেট, পরীক্ষার্থীদের মানতে হবে কী বিশেষ নিয়ম?, নাহলে পরীক্ষা হবে বাতিল

Tet Exam

The Truth of Bengal,Mou Basu: ২৪ ডিসেম্বর চলতি বছরের টেট পরীক্ষা হবে। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৫৪ জন। রাজ্যের ৭৭৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হবে। এবছরের পরীক্ষা সুষ্ঠু ভাবে করতে ও পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে একাধিক কড়া নিয়ম জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

সেই সব নিয়ম হল-

· অ্যাডমিট কার্ড, বৈধ পরিচয়পত্র ও বায়োমেট্রিক ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

· পরীক্ষা শুরু হয়ে গেলে কোনও পরীক্ষার্থী আর পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না।

· টেট পরীক্ষা শুরু হচ্ছে দুপুর ১২ টা থেকে। শেষ হবে আড়াইটে নাগাদ। সেক্ষেত্রে প্রত্যেক টেট পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর ২ ঘন্টা আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে।

· টেট পরীক্ষার্থীরা পরীক্ষার হলে কোনও প্রকার গহনা অথবা ঘড়ি পরে বা বহন করে নিয়ে যেতে পারবেন না।

· প্রত্যেক টেট পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড ও একটি আইডি প্রুফ সঙ্গে নিয়ে কেন্দ্রে আসতে হবে।

· পরীক্ষার হলে মোবাইল ফোন, ইয়ারফোন, কোনোও প্রকার মাইক্রোফোন, স্ক্যানার, পেন ড্রাইভ, অথবা ব্লুটুথ জাতীয় জিনিস নিয়ে যাওয়া কঠোর ভাবে নিষিদ্ধ। জ্যামিতি অথবা পেনসিল বাক্স, প্লাস্টিকের থলি, ক্যালকুলেটর, স্কেল, লেখার প্যাড, পেনড্রাইভ, লগ টেবিল, ইলেক্ট্রনিক পেন বা স্ক্যানার, কার্ডবোর্ড, জলের বোতল ছাড়াও নিয়ে যাওয়া যাবে না ব্লুটুথ, হেল্থ ব্যান্ড, রোদ চশমা, ক্যামেরা, হ্যান্ডব্যাগ।

· যে সব জিনিসপত্র পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া নিষেধ করা হয়েছে, সেই সব জিনিস পরীক্ষার্থী সঙ্গে আনলে, তা বাইরে রাখতে হবে।

· পরীক্ষার্থীরা তাঁদের সঙ্গে কালো বল পেন, অ্যাডমিটের দুইটি কপি ও অতিরিক্ত পাসপোর্ট সাইজ ছবি নিয়ে পরীক্ষা দিতে আসবেন।

· টেটের দিন পরীক্ষা কেন্দ্রে পৌছনোর পর নিজ রোল নম্বর অনুসারে নির্দিষ্ট আসনে বসতে হবে সব পরীক্ষার্থীদের। নিজের জায়গা ছাড়া অন্য আসনে বসলে সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে।

· পরীক্ষা শেষ হওয়ার আগে ইনভিজিলেটরের অনুমতি ছাড়া কোনোও পরীক্ষার্থী পরীক্ষার হল থেকে বেরোতে পারবেন না।

· কোনোওপ্রকার খাবার অথবা পানীয় জাতীয় জিনিসও পরীক্ষাকেন্দ্রের ভিতর কঠোরভাবে নিষিদ্ধ।

· পরীক্ষা শেষে OMR-এর মূল কপি (গোলাপি রঙের) সেটি জমা করতে হবে।

· এবার পরীক্ষা কেন্দ্রের ভিতরে আর লাইন দিয়ে বায়োমেট্রিক ছাপ দিতে হবে না পরীক্ষার্থীদের। তারা যেখানে বসে থাকবেন সেখানেই বায়োমেট্রিক নেওয়া হবে।

· জলের বোতল নিয়ে যেতে পারবেন না পরীক্ষার্থীরা। তার বদলে জলের পাউচ দেওয়া হবে প্রার্থীদের।

Related Articles