রাজ্যের খবরশিক্ষা

যাদবপুরকাণ্ডের পর টনক নড়ল বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

Burdwan University

The Truth of Bengal: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রেগিংকাণ্ডে এক ছাত্রের মর্মান্তিক মৃত্যুর পরেও উত্তপ্ত পরিস্থিতি। ঘটনার জেরে গ্রেফতার করা হয়েছে বারোজনকে। তাঁদের মধ্যে রয়েছে, বেশকিছু প্রাক্তনী এবং বিভিন্ন বিভাগের বর্তমান পড়ুয়া। তারপরেই আরও কয়েকটি কলেজ থেকে রেগিংয়ের ঘটনা নজরে এসেছে। এই পরিস্থিতির মধ্যে দ্রুত পদক্ষেপ করার সিদ্ধান্ত নেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য আশিস পাণিগ্রাহী।

যাদবপুরের থেকে শিক্ষা নিয়েই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একাধিক জায়গায় বসানো হচ্ছে সিসি ক্যামেরা। পাশাপাশি অ্যান্টি রেগিং কমিটির বৈঠকও ডাকা হচ্ছে। ভবিষ্যতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সহ উপাচার্য। যাদবপুরের মতো, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হস্টেলেও, একাধিক বহিরাগতদের বাস রয়েছে। এমনই অভিযোগ উঠেছিল। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন আবাসিকদের একাংশ।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, হস্টেলে বহিরাগত প্রবেশ রুখতে, হস্টেলগুলির প্রতিটি রুমের নম্বরিং করা হবে। পাশাপাশি রুমগুলিতে কোন কোন ছাত্র রয়েছে, তার তালিকা তৈরি করা হবে। এবং তা নোটিসবোর্ডে টাঙিয়ে দেওয়া হবে। সেই তালিকা হস্টেলের স্টুয়ার্ড, সুপার ও নিরাপত্তারক্ষীদের কাছেও থাকবে।

Related Articles