শিক্ষা

বইয়ের সহযোগিতা ছাড়াই UPSC গেরো টপকালেন কেরালের এক ছাত্রী, জানুন কিভাবে

A student from Kerala topped UPSC without the help of books, know how

The Truth Of Bengal: অগ্রতা আর কঠোর পরিশ্রম হল সাফল্যের চাবিকাঠি। সাফল্যের শিখরে পৌঁছতে গেলে কঠোর পরিশ্রম করতেই হয়, এর কোন শর্টকাট হয় না। হ্যাঁ, মনে অদম্য ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রম থাকলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব সেটা আবারও প্রমাণ করে দেখালেন কৃতি ছাত্রী অঞ্জলি। প্রথমবার এবং দ্বিতীয়বার ব্যর্থ হয়েও নিজের লক্ষ্যে স্থির থেকে অদম্য ইচ্ছা শক্তির জেরে তৃতীয়বারের চেষ্টায় সারা ভারতের ইউপিএসসিতে ২৬ তে র‍্যাঙ্ক করে পরিবারের নাম উজ্জ্বল করলো এই মেধাবী ছাত্রী। মেয়ের সাফল্যে অত্যন্ত আনন্দিত পরিবার।

কেরলের এলাকার খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে অঞ্জলি। কেরোলি ছোটবেলায় পড়াশোনা শেষ করেন। এরপর একটি বেসরকারি সংস্থায় চাকরি পান। মনে দৃঢ় সংকল্প ছিল UPSC পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং নিজের পরিচয়ে বাঁচা। তাই চাকরি চলাকালীন নিয়েছিলেন UPSC পরীক্ষার পূর্ব প্রস্তুতি। এরপর চাকরি পর্ব চলার সাথে সাথে চলতে থাকে UPSC সিভিল সার্ভিস পরীক্ষার পূর্ব প্রস্তুতি। দিনে চাকরি এবং রাতে পড়াশুনা এই ছিল অঞ্জলির রোজকার রুটিন। দিন এবং রাত মিলিয়ে ৫ ঘন্টার বেশি পড়াশোনা করতে পারতেন না তিনি। এরপর প্রথমবার ভারতের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা অর্থাৎ UPSC তে বসেন। কিন্তু প্রথমবারে তিনি ব্যর্থ হন। এরপর ফের হার না মেনে জোর কদমে শুরু করেন পড়াশুনা। দ্বিতীয়বারের জন্য বসেন সিভিল সার্ভিস পরীক্ষায়। দ্বিতীয়বারেও তিনি ব্যর্থ হন। কিন্তু দু-বারই অসফল হওয়ার পরেও ভেঙে না পড়ে ফের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরে তৃতীয়বারের জন্য পরীক্ষায় বসেন। অবশেষে তৃতীয়বারের চেষ্টায় সফল হন তিনি। বর্তমানে অঞ্জলি একজন সফল IAS অফিসার।

Related Articles