‘এক টাকার পাঠশালা’! শিক্ষার আঙিনায় দক্ষিণ ২৪ পরগনার শিশুরা
"One money school"! Children of South 24 Parganas in the arena of education

Truth Of Bengal : বাবলু প্রামানিক : দক্ষিণ ২৪ পরগনা : শিশুদের শিক্ষাদানের অঙ্গ হিসাবে এগিয়ে এলেন দক্ষিণ ২৪ পরগনার গৌড়দহ দীননাথ স্মৃতির বিদ্যামন্দিরের কর্ণধর সুব্রত মন্ডল ও সোনারতরী চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক শ্রীকান্ত বধুক। সমস্ত মানুষের অধিকার আছে জন্মের পর থেকেই শিক্ষাদানের। এখন সেই শিক্ষা অনুরাগ অনেকটা পিছিয়ে পড়েছে গ্রামঅঞ্চলে।
কারুর বাড়িতে নুন আনতে পান্তা ফুরায়, কেউবা সুন্দরবনের হিংস্র জন্তু জানোয়ার সঙ্গে লড়াই করে বেঁচে থাকার জন্য মৎস্য শিকার করতে যাচ্ছে। তাদের কাছে শিক্ষাটা অনেকটা পিছিয়ে কারণ পেটে ভাত না থাকলে শিক্ষা কী হবে। তাদের সন্তানদের পড়াশোনার খরচ বা কে যোগাবে। এই সমস্ত চিন্তা করে শিক্ষা থেকে অনেকটা দূরে বর্তমান সমাজের পিছিয়ে পড়া মানুষদের সন্তানরা।
তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এগিয়ে এল ‘এক টাকার পাঠশালা’। সেখানে তারা শিক্ষার সাথে সাথেই শিক্ষা সামগ্রিক বই ,খাতা পেন্সিল, ব্যাগ, যাবতীয় জিনিসপত্র পাবে। তা ছাড়াও ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষিত করার জন্য তাদের কাছ থেকে নেওয়া হবে একটি টাকা। তাদের স্কুল ইউনিফর্ম থেকে শুরু করে প্রতিদিন টিফিনের ব্যবস্থা করবেন। তাই রামও রহিম ও সীতাদের আর শিক্ষা থেকে দূরে থাকতে হবে না। এগিয়ে এল দীননাথ স্মৃতি বিদ্যামন্দির ।