রাজ্যের খবর

ফের ভারতের ঝুলিতে স্বর্ণপদক, যোগা প্রতিযোগিতায় কামাল দুই বঙ্গতনয়ার

India wins gold medal again, two Bengali champions in yoga competition

Truth Of Bengal : পূর্ব বর্ধমান : মনিরুল ইসলাম : এশিয়া প্যাসিফিক যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক লাভ করল কালনার দুজন। কালনার বারুইপাড়ার বাসিন্দা পঞ্চম শ্রেণীর ছাত্রী কেয়া দাস। কালনা স্টেশনে নামতেই তার সংস্থা ও এলাকার বাসিন্দারা তাকে নিয়ে কালনা শহর জুড়ে র‍্যালির আয়োজন করেন। পাশাপাশি, তাকে সংবর্ধনা দেন তারা।

জানা গিয়েছে, আন্তর্জাতিক স্তরে ১৭ ই সেপ্টেম্বর থাইল্যান্ডের পাটায়া শহরে আয়োজিত হয়েছিল এই চ্যাম্পিয়নশিপ। আর সেখানে তিনটি বিভাগে তিনটিতেই স্বর্ণপদক লাভ করেন পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী। রিদিমিক যোগা ও আটিস্টিক যোগা দুটিতেই স্বর্ণপদক লাভ করে সে। পরবর্তী সময়ে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক পায় কেয়া।

এ প্রসঙ্গে আন্তর্জাতিক বিচারক প্রদ্যুৎ সিংহ রায় তিনি বলেন আগামী দিনে বিশ্বকাপে অংশগ্রহণ করবে কেয়া। অন্যদিকে একই জায়গায় ৫১ থেকে ৫৫ বছর বয়সী মহিলাদের ট্রেডিশনাল যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৫১ বছর বয়সী শিক্ষিকা পূর্ণিমা সমাদ্দার স্বর্ণপদক লাভ করেন। তারা স্কুল জাপট জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ের তরফে সংবর্ধনা দেওয়া হয়। তিনি এদিন বলেন, এরপরে ওয়ার্ল্ডকাপ অনুষ্ঠিত হবে ভাই যাকে শেখানো অংশগ্রহণ করার ইচ্ছা রয়েছে।

Related Articles