
Truth of Bengal: শ্রীলঙ্কা সফরের পর টিম ইন্ডিয়া ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেল নামবে। প্রস্তুতি এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এদিকে বাংলাদেশের ও প্রস্তুতিপর্ব চলছে সত্য পাকিস্তানকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। ভারতের মাটিতে তারা ইতিহাস গড়তে চাইছেন। চেন্নাই প্রথম টেস্ট আগে বাংলাদেশের ওপেন নিজেদের ভুল ত্রুটি রয়েছে তার শুধরে নিতে চাইছেন। ভারতের বিরুদ্ধে খুব ভালো রান তার নেই। তবে এবার পাহাড় গড়তে চান শাদমান। এই ম্যাচ সম্পর্কে শাদমান বলেছেন, ভারতের সব কিছুই বড় পরীক্ষা।
সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে কিভাবে নিজেকে তৈরি করা হবে সেটার উপরে তিনি জোর দিচ্ছেন তিনি। ভারতীয় পিচ খুব ভালো, বাউন্সও থাকবে ব্যাট করতে সুবিধা হয় অনেক। দিন কয়েক আগে বাংলাদেশের তরুণ বোলার নাহিদ রানা ভারতীয় টিমকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন সিরিজ শুরুর আগেই। দেড়শ কিলোমিটার প্রতি ঘন্টাতে বল করা নাহিদ বলছে , তারা অনুশীলন শুরু করে দিয়েছে। এই সিরিজের জন্য তারা একেবারে প্রস্তুত। যত অনুশীলন করবে ততই নির্ভুলভাবে নিজেদের পরিকল্পনাগুলো বাস্তবায়িত করতে পারবে , ভারত নিঃসন্দেহে ভালো দল তবে যে ভালো ক্রিকেট খেলবে তারাই জিতবে দেখা যাক কি হয় বলে উল্লেখ করেছেন নাহিদ।
১৫০ কিলোমিটার প্রতি ঘন্টাতে বল করে চলেন নাহিদ। নাহিদ প্রাকটিস করতে করতে বাংলাদেশ ক্রিকেটের চ্যানেলকে জানান, দেড়শ কিলোমিটার গতিতে বল করতে হবে তা কখনোই ভাবেন না তিনি। তার জন্য যা পরিকল্পনা তৈরি করে দিয়েছে সেটাই করবেন এই টুর্নামেন্টে। গোটাটাই নির্ভর করে ছন্দের ওপর। সব মিলিয়ে পাকিস্তানের পর ভারতের বিরুদ্ধেও জিততে মরিয়া বাংলাদেশ ক্রিকেট টিম। যেখানে যা ভুল রয়েছে সেগুলো সংশোধন করার কথা উল্লেখ করে দিয়েছেন শাদমান।