দ্বারকেশ্বরের বাঁধ উপচে জল ঢুকে প্লাবিত আরামবাগ পৌরসভার তিনটি ওয়ার্ড
Three wards of Arambagh municipality were flooded after overflowing the Dwarkeshwar dam

Truth Of Bengal: নিম্নচাপের জেরে টানা বর্ষণ। আর তার জেরেই এবার দ্বারকেশ্বরের বাঁধ উপচে জল ঢুকছে আরামবাগ পৌরসভার তিনটি ওয়ার্ড এলাকায়। জল ঢুকেছে বাঁধ তীরবর্তী স্থানে বসবাসকারী বাড়ি গুলতেও। তার ফলে আরামবাগের বাঁধ পাড়ায় ঘর ছেড়ে বাঁধে আশ্রয় প্রায় ২০ টিরও বেশি পরিবার। টানা বৃষ্টিতে আগেই জল জমেছে গোঘাটের বিস্তির্ণ এলাকা। এবার দ্বারকেশ্বরের জল উপচে বিপদ বাড়াচ্ছে আরামবাগেও। ইতিমধ্যেই দ্বারকেশ্বরের বিভিন্ন খালের জল উপচে কামারপুকুর – পশ্চিম মেদিনীপুর, কামারপুকুর – বদনগঞ্জ ও কামারপুকুর – জয়রামবাটি যাওয়ার রাজ্য সড়কে জল উঠেছে। তার জেরে এই রাস্তায় আপাতত বন্ধ হয়েছে বাইক সহ ছোট চারচাকা গাড়ি চলাচল। পাশাপাশি লাগাতার বৃষ্টির জেরে ভেঙে পড়েছে একেরপর এক মাটির বাড়ি। জলবন্দী হয়ে পড়েছে গোঘাট ১ নং ব্লকের বেশ কয়েকটি গ্রামের মানুষ।
অন্যদিকে আশঙ্কা বাড়াচ্ছে দ্বারকেশ্বর। দ্বারকেশ্বর উপচে জল ঢুকছে আরামবাগের ২,৩ ও ১৮ নং ওয়ার্ডের কালিপুর এলাকায়। রাস্তায় জল থইথই অবস্থা। বাড়ির মধ্যেও জল ঢুকতে শুরু করেছে। উদ্বেগ বাড়াচ্ছে লাগাতার বৃষ্টি। বিগত দিনে বাঁধ ভাঙার কথা মনে পড়ে যাচ্ছে এলাকার মানুষের। সেই আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন নদী বাঁধ তীরবর্তী এলাকার মানুষ। যদিও আরামবাগ পৌরসভার কাউন্সিলররা নদী বাঁধ তীরবর্তী এলাকার বাসিন্দাদের উচু এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি বাঁধের দুর্বল অংশে চলছে মেরামতের কাজ। অন্যদিকে লাগাতার বৃষ্টিতে একদিকে আরামবাগ শহর সহ পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে জল বাড়তে থাকায় চিন্তা বাড়াচ্ছে তেমনি গোঘাটের পৃথক দুটি যায়গা নারায়নপুর ও পান্ডুগ্রামে মাটির বাড়ি ভেঙে সর্বশান্ত হয়েছে তিনটি পরিবার। পান্ডুগ্রাম, পশ্চিমপাড়া, মান্দারন, নকুন্ডা, সাওড়া ও বালি পঞ্চায়েতের একাধিক গ্রাম এলাকা জলমগ্ন পরিস্থিতি। বিঘার পর বিঘা জমি জলে ডুবেছে।