দেশ

জলমগ্ন আন্ডারপাসে গাড়ি ডুবে মৃত ২

2 dead after car drowns in flooded underpass

Truth of Bengal: দিল্লি ও এনসিআরে নাগাড়ে ভারী বৃষ্টির জেরে জলমগ্ন ফররিদাবাদের আন্ডারপাস। সেই জলমগ্ন আন্ডারপাস পার করতে গিয়ে বিপত্তি। গাড়িসহ ডুবে মৃত্যু হল ব্যাঙ্ককর্তা ও তাঁর সঙ্গীর। বিগত বেশকিছুদিন ধরেই নাগাড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলছে দিল্লি ও এনসিআরে। সেই বৃষ্টির জেরেই জলমগ্ন একাধিক রাস্তা। এমনকী হরিয়ানার ফরিদাবাদের একটি আন্ডারপাসেও জলজমে ঘটে বিপত্তি। জলমগ্ন আন্ডারপাসের মধ্যে দিয়ে গাড়ি করে যেতে গিয়ে বিপত্তির মুখে পড়ে এক ব্যাঙ্ককর্মী তাঁর সঙ্গী কোষাধ্যক্ষ।

জলে ডুবে মৃত্যু হয় দুজনেরই। সূত্রের খবর, ফরিদাবাদের ওই আন্ডারপাস জলমগ্ন হয়ে যাওয়ার পরও ঝুঁকি নিয়ে ওই আন্ডারপাস পেরতে যান এক নামী বেসরকারী ব্যাঙ্কের ম্যানেজার ও তাঁর সঙ্গী কোষাধ্যক্ষ। আচমকাই গর্তে পড়ে যায় তাদের গাড়ি। লাগাতার বৃষ্টির কারণে অন্যদিকে ক্রমেই বেড়ে চলেছিল জলস্তর। গাড়িটি ডুবতে শুরু করলে গাড়ি থেকে ওই ব্যাঙ্ককর্মী ও কোষাধ্যক্ষ বাইরে বেরিয়ে প্রাণে রক্ষা পাওয়ার চেষ্টা চালায় তারা।

সাঁতরে নিরাপদ জায়গায় .পৌঁছনোর চেষটাও করেন। তবে শেষ পর্যন্ত নিজেদের সামাল দিতে সক্ষম হননি তারা। তাদের আশেপাশে কেউ না থাকার কারণে কারোর সাহায্যও পাননি তারা। যার জেরে জলে ডুবেই মৃত্যু হয় তাদের। পরবর্তী ,সময় ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। উদ্ধার করা হয় দুজনের দেহ। শুক্রবার এই ঘটনা ঘটার পর শুক্রবার একজনের দেহ উদ্ধার করা গেলেও অপর জনের দেহ উদ্ধার করা হয়  শনিবার।

Related Articles