রাজ্যের খবর

আদ্রতা জনিত অস্বস্তির মাঝেই ফের ভিজবে বাংলা,বৃষ্টির ভ্রুকুটি রয়েছে বাংলার আকাশে

Chance of rain in Bengal is almost in all districts

Truth of Bengal: ফের বাংলার আকাশে বৃষ্টির ভ্রূকুটি। মায়ানমারে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এগিয়ে আসছে বাংলাদেশ উপকূলে। তার জেড়ে বাংলায় বৃষ্টির সম্ভাবনা প্রায় সব জেলাতেই। উপকূলে ৩৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আদ্রতা জনিত অস্বস্তির মাঝেই ফের ভিজবে বাংলা। বৃষ্টির ভ্রুকুটি রয়েছে বাংলার আকাশে।

মায়ানমারের মধ্যভাগে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী দু’দিনে বাংলাদেশের উপকূলে পৌঁছবে  সেই ঘূর্ণাবর্ত। তার জেরেই আগামী দিন কয়েক ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। ভিজবে কলকাতাও। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ভিজতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া এবং বীরভূম।

দিন কয়েক বৃষ্টিতে ভিজলেও তার পরের  কয়েক দিন বৃষ্টির দেখা মিলবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘূর্ণাবর্তের জেড়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের সমুদ্রে ৩৫  থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সম্ভাবনা।

Related Articles