দেশ

বিজেপি শাসিত মণিপুরে মাথাচাড়া দিল হিংসা, মৃতের সংখ্যা বাড়ছে, পদত্যাগ ওড়ালেন বীরেণ সিং

Violence rampages in BJP-ruled Manipur, death toll rises, Biren Singh resigns

Truth of Bengal : বিজেপি শাসিত মণিপুরে হিংসা আবার মাথাচাড়া দিয়েছে। জঙ্গি দমন কর্মসূচির মাঝেই গোষ্ঠী সংঘর্ষে কমপক্ষে ৭জনের মৃত্যু হয়েছে।যাঁদের মধ্যে মেইতেই সম্প্রদায়ের এক বছর ৭০-র প্রবীণকে রকেট হানার মাধ্যমে খুন করার অভিযোগ উঠেছে। এছাড়াও আরো ৬জন গুলির লড়াইতে প্রাণ হারিয়েছেন।যাঁদের মধ্যে একজনকে ঘুমন্ত অবস্থায় গুলি করার অভিযোগ উঠেছে। জিরিবামে গুলির লড়াইতে আরও কয়েকজন জখম হয়েছেন।বারবার মণিপুর উত্তপ্ত হয়ে ওঠায়  বিরোধীরা মুখ্যমন্ত্রী বীরেণ সিংয়ের পদত্যাগ দাবি করেছেন। চাপ বাড়াচ্ছে বিরোধীরা। এরমাঝে বীরেণ সিং রাজ্যপালের সঙ্গে দেখা করেন। তিনি গোটা পরিস্থিতি সেরাজ্যের রাজ্যপালকে অবহিত করেন। যদিও তিনি পদত্যাগের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।

২০২৩ সালের ৩ মে জনজাতি ছাত্র সংগঠন মণিপুরে যে কর্মসূচির ডাক দেয়,তার থেকেই অশান্তি ছড়ায়। সেসময় মণিপুর হাইকোর্ট মেইতেইদের তফসিলি জনজাতির মর্যাদাদানের বিষয়টি রাজ্য সরকারকে ভেবে দেখার নির্দেশ দেয়।এরপরই জনজাতি সংগঠনগুলি তার বিরোধিতা করতে আন্দোলন শুরু করে।সংঘাত ক্রমশ তীব্রতর হয়।দেখা যায় হিন্দু ধর্মাবলম্বী মেইতেইদের সঙ্গে সংখ্যালঘু কুকি জনজাতিদের সংঘর্ষ চরম আকার নেয়। ২০০জনের ওপর মানুষের মৃত্যু হয়।একইসঙ্গে প্রায় ৬০হাজারে ওপর মানুষ ঘরছাড়া হয়ে যায়।

পরবর্তী সময়ে ইম্ফল হাইকোর্ট সেই মামলা প্রত্যাহার করলেও আগুন কিছুতেই নিভতে চায়নি। বিজেপি সরকার কোনওভাবেই জাতিহিংসা নিয়ন্ত্রণে আনতে পারেনি। এমনকি যে বিজেপি ডবল ইঞ্জিনের তত্বের কথা বলে সুরাজের স্বপ্ন দেখায় তারাও ব্যর্থ হয় জাতিহিংসা বন্ধ করতে। পরিবর্তে হিংসাদীর্ণ রাজ্যে আর্থিক অস্থিরতা বাড়ে। ক্রমশ অশান্তি বাড়ায় ধাক্কা খায় ব্যবসা বাণিজ্য।সেইরাজ্যে আবার জঙ্গি দমন অভিযান শুরুর মাঝে এই হিংসা মাথা চাড়া দেওয়ায় প্রশ্ন উঠছে বিজেপি সরকার কেন ক্ষমতায় রয়েছে। বিরোধী কংগ্রেস তাই উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যে শান্তি ফেরানোর দাবিতে সোচ্চার।এখন বীরেণ সিং পদত্যাগ না করা পর্যন্ত কংগ্রেস তাদের আক্রমণের ধার বাড়াতে চায়।