রাজ্যের খবর

এডহক বোনাসের পর সিভিক ভলেন্টিয়ারদের টার্মিনাল বেনিফিটের টাকা

Terminal Benefit Amount of Civic Volunteers after Ad Hoc Bonus

Truth Of Bengal: পুজোর আগে বড় উপহার বাংলার সরকারের। এডহক বোনাসের পর সিভিক ভলেন্টিয়ার দের এবার বাড়লো টার্মিনাল বেনিফিটের টাকা। সিভিক ভলেন্টিয়ার দের ৬০ বছর বয়সের পর এককালীন টার্মিনাল বেনিফিট দেওয়া হবে ৫ লক্ষ টাকা।

আগে এর পরিমাণ ছিল ৩ লক্ষ টাকা। ১লা এপ্রিল থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে। সিভিক ভলেন্টিয়ারদের এলিজিবিলিটি চেক করেই এই টাকা দিতে হবে। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশকে নির্দেশ স্বরাষ্ট্র দপ্তরের।

রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা থেকে সামাজিক নানা কর্মকাণ্ডে সিভিক ভলেন্টিয়াররা বড় ভূমিকা নেন।তাঁদের কাজের নিশ্চয়তা প্রদান করেছে বাংলার সরকার। ৬০বছর পর্যন্ত নিশ্চিন্তে কর্মরত থাকতে পারবেন সিভিক ভলেন্টিয়াররা। ফলে কাজ হারানোর আশঙ্কা এখন আর নেই।এই অবস্থায় তাঁদের আর্থ-সামাজিক সুরক্ষার কথা বিবেচনা করে আরও সুবিধা প্রদানে এগিয়ে এল রাজ্য প্রশাসন। পুজোর আগে বড় ঘোষণা করল বাংলার সরকার। ঘোষণা করা হয়েছে ৬০বছরের পর এককালীন টার্মিনাল বেনিফিট দেওয়া হবে  সিভিক ভলেন্টিয়ারদের। এককালীন সুবিধা পাবেন ৫লক্ষ টাকার। আগে এই সুবিধা পেতেন  ৩ লক্ষ টাকা।১লা এপ্রিল থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে। সিভিক ভলেন্টিয়ারদের এলিজিবিলিটি চেক করেই এই টাকা দিতে হবে। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশকে নির্দেশ স্বরাষ্ট্র দপ্তরের।

Related Articles