চলতি সপ্তাহের মধ্যে হাসপাতালগুলির রিপোর্ট পেশ বাধ্যতামূলক, নির্দেশ স্বাস্থ্য দফতরের
It is mandatory for the hospitals to submit their reports within this week, the health department said

Truth Of Bengal : আরজি কর কাণ্ডের পর থেকে মহিলাদের নিরাপত্তা নিয়ে চলছে নানান জল্পনা। একজন মহিলা চিকিৎসকের এরুপ অবস্থা দেখে রীতিমত আঁতকে উঠেছিল সাধারন মানুষের মন। কিন্তু তার পর থেকে এই ঘটনার যে পুনরাবৃত্তি হয়নি তা নয়! ওই ঘটনার পরেও প্রকাশ্যে এসেছে একাধিক ধর্ষণ এবং খুনের ঘটনা। এদেশের মেয়েরা কি আদেও সুরক্ষিত? হয়তো না! একবার ভেবে দেখুনতো রাজ্যের মহকুমা হাসপাতাল, স্টেট জেনারেল হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতালগুলোতে মেয়েদের নিরাপত্তার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে? মোট কতগুলি সিসিটিভি, সিকিওরিটি গার্ড, রেস্টরুম রয়েছে? হয়তো কারোর কাছেই এর কোন সঠিক উত্তর নেই। তবে এবার হাসপাতালের কাছে এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চাইল স্বাস্থ্য দফতর।
বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের তরফ থেকে ভার্চুয়ালি এক বৈঠক করা হয়। বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, হাসপাতালের সুপারদের নিয়ে বৈঠকটি করা হয়েছিল। সেই বৈঠকে জানানো হয়েছে চলতি সপ্তাহের মধ্যেই সমস্ত হাসপাতালগুলিকে তাঁদের রিপোর্ট পেশ করতে হবে। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তা ব্যবস্থায় আমূল বদল চেয়ে অর্থ দফতরে প্রস্তাব পাঠিয়েছে।
প্রসঙ্গত, বুধবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ও কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব বৈঠক করে বিভিন্ন হাসপাতালগুলির সুরক্ষা ব্যবস্থা কী রয়েছে তা জানতে চায়। তারপরই বৃহস্পতিবার রাজ্যের তরফ থেকে এবার মহকুমা হাসপাতাল, সুপারস্পেশালিটি ও স্টেট জেনারেল হাসপাতালগুলিরও নিরাপত্তা ব্যবস্থার ক্ষতিয়ান চাইল বলেই স্বাস্থ্য দফতর সূত্রে খবর।