রাজ্যের খবর

নারী নিরাপত্তায় “রাত্তিরের সাথী” প্রকল্প ঘোষণা রাজ্যের, কৃষ্ণনগরে চলছে মহিলা পুলিশের টহলদারি

Women police patrolling in Krishnanagar

Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : নারীদের সুরক্ষার কথা মাথায় রেখে রাজ্যের নির্দেশে রাত্তিরের সাথী প্রকল্পকে বাস্তবায়িত করতে কৃষ্ণনগর পুলিশ জেলার কোতোয়ালি থানার পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান শুরু হয়। যে সকল জায়গায় মহিলাদের যাওয়া আসা বেশি সেই সকল জায়গায় টহল দেয় কৃষ্ণনগর পুলিশ জেলার কোতোয়ালি থানার মহিলা পুলিশের আধিকারিকরা। এদিন কৃষ্ণনগর শহরের দুই বাস স্ট্যান্ড কৃষ্ণনগর কদমতলা ঘাট সদর হাসপাতাল শক্তিনগর হাসপাতাল কলেজের মাঠ এবং কৃষ্ণনগর স্টেশন এ গিয়ে নারী নিরাপত্তার বিষয় নিয়ে মহিলাদের কথা বলেন এবং কোতোয়ালি থানার মোবাইল নাম্বার দেন যাতে করে কোন বিপদে পড়লে অবশ্যই যাতে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন মহিলারা। কৃষ্ণনগর পুলিশ জেলা সূত্রে জানা যায় প্রতিদিন রাতে এমন টহল চলবে।

Related Articles