দেশ

মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, শিশুসহ নিহত ৫

Terrible road accident in Chhattarpur district of Madhya Pradesh, 5 including children were killed

Bangla Jago Desk: মঙ্গলবার মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলায় ঘটে গেল ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। একদল পুন্যার্থী অটো করে বাগেশ্বর ধাম মন্দিরের উদ্দ্যেশে যাচ্ছিলেন, তখনি ঘটে এই দুর্ঘটনা। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

জানা গিয়েছে, ছত্তরপুর রেল স্টেশন থেকে ওই পুন্যার্থীরা অটোয় করে বাগেশ্বর ধামের উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু তাঁরা আর তাঁদের গন্তব্য স্থলে পৌঁছাতে পারলো না, তার আগেই এনএইচ ৩৯-এর কাদারি এলাকায় ভোর ৫টা নাগাদ একটি লরি এসে পিছন থেকে অটোতে ধাক্কা মারে। এই দুর্ঘটনার ঘটার সাথে সাথেই ঘটনাস্থলে নিহত হন বৃদ্ধ ও শিশু সহ ৫ জন ব্যক্তি। আর আহত হন আরও ৬ জন ব্যক্তি। তাঁদের মধ্যে কয়েকজন রীতিমতো সংকটজনক অবস্থায় রয়েছেন। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারনা করছেন স্থানীয়দের একাংশ।

দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে হাজির হন পুলিশ। আহতদের উদ্ধার করার পর তড়িঘড়ি তাদেরকে হাসপাতালে পাঠানো হয়। ধারনা করা হচ্ছে, অটোর গতি অতিদ্রুত থাকার জেরেই এই দুর্ঘটনা। এর পাশাপাশি ধাক্কা দেওয়া লরিটির সম্পর্কেও বিস্তারিত জানার চেষ্টা করছেন পুলিশ। আপাতত লরিটি পঞ্জাবের বলে জানা গিয়েছে।

Related Articles