বিনোদন

ফিরছে ‘রুহ বাবা’ ! জল্পনার মাঝেই প্রকাশ্যে এলো কার্তিকের লুক

Returning 'Ruh Baba'! Karthik's look came out in the midst of speculation

Truth Of Bengal: জল্পনা উড়িয়ে দীপাবলিতেই মুক্তি পেতে চলেছে ‘ ভুলভুলাইয়া ৩’। ভুলভুলাইয়া ২ এর মতোই তৃতীয় সিক্যুয়েলেও দেখা যাবে কার্তিক আরিয়ানকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘রুহ বাবা’র ফাস্ট লুক। কার্তিক ছাড়াও এই ছবিতে দেখা যাবে বিদ্যা বালন, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি সহ রাজপাল যাদব এবং সঞ্জয় মিশ্রকে। প্রত্যেককেই অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে উপস্থাপন করা হচ্ছে ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানান, “‘ভুলভুলাইয়া ৩’-এর অফিসিয়াল টিজার মুক্তি পাবে অগাস্টের শেষ নাগাদ। খুব শীঘ্রই আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হবে। ‘ভুলভুলাইয়া ২’ ব্লকবাস্টার হিট হয়েছিল। বিশ্ব জুড়ে প্রায় ৩০০ কোটি টাকার ব্যবসা করে। স্বাভাবিকভাবেই ‘ভুলভুলাইয়া ৩ নিয়ে প্রত্যাশা আকাশছোঁয়া। বিষয়বস্তু এবং পারফরম্যান্স, উভয় ক্ষেত্রেই।’’

এই ছবির প্রত্যেকটি সিক্যুয়েলই প্রশংসা কুড়িয়েছে সিনেপ্রেমীদের। কমেডি হরর এই ছবির গানগুলিও অনুরাগীদের মন কেড়েছে। এবার তৃতীয় সিক্যুয়েল মুক্তির বিষয়ে স্পষ্ট করেন ট্রেড অ্যানালিস্ট তরুণ আদর্শ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ এই দীপাবলিতেই ফিরছেন রুহ বাবা। টিজার আসছে অগাস্টের শেষ দিকে’। তাঁর আরও সংযোজন ‘দীপাবলিতেই মুক্তি পাবে ‘ভুলভুলাইয়া ৩’। স্থগিত হওয়ার কোনও প্রশ্ন নেই। গুজবে কান দিলে চলবে না।’’

তরণ আদর্শের শেয়ার করা ভিডিও দেখে অনুরাগীদের একাংশ মনে করছেন, কার্তিক আরিয়ানের চরিত্র ‘রুহ বাবা’ই এবার পড়তে চলেছেন ভূতের খপ্পরে। এখন সেই ভূত মঞ্জুলিকা, নাকি অন্য কেউ সেটাই এখন রহস্যের বিষয়।

‘ভুলভুলাইয়া ৩’ নিয়ে কম জল্পনা হয়নি। শুটিং শুরুর পর থেকেই ছবির মুক্তি সম্পর্কে না সমালোচনা হয়।  তবে এবার অনেকটাই নিশ্চিন্ত অনুরাগীরা। বক্সঅফিসেও ভাল রোজগার হবে বলে আশা করছেন সিনেপ্রেমীরা। ভূষণ কুমারের নেতৃত্বে সঙ্গীতের দায়িত্বে রয়েছে টি সিরিজ। শোনা যাচ্ছে, কার্তিক আরিয়ান, বিদ্যা বালন এবং মাধুরী দীক্ষিতকে নিয়ে ‘আমি যে তোমার’ গানটিকে নতুন আঙ্গিকে দর্শকদের সামনে আনা হবে ‘ভুলভুলাইয়া ৩’ চলচিত্রে।

Related Articles