রাজ্যের খবর

রাজ্যে পর্যটন শিল্পের ব্যাপক প্রসার, ‘হোম স্টে টুরিজম’ পলিসিতে বাড়ছে পর্যটকদের আগ্রহ

Wide spread of tourism industry in the state, interest of tourists is increasing in 'home stay tourism' policy

The Truth Of Bengal: কয়েক বছর আগে পর্যন্তও রাজ্যে হোম স্টে-র সংখ‌্যা ছিল ভীষণ অল্প, তাও যা ছিল তা মূলত উত্তরবঙ্গেই উপলব্ধ ছিল। কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গল হোম স্টে পলিসি-র সুবিধায় বাংলায় সেই হোম-স্টে’র সংখ্যা এখন ২৬০০ তে পৌঁছেছে। এখন শুধু উত্তরবঙ্গ নয় বরং গোটা বাংলায় হোম স্টে তৈরির হিড়িক চলছে। বর্তমানে স্থানীয়দের আগ্রহ বাড়াতে ‘হোম স্টে টুরিজম’পলিসিতে রয়েছে নানা সুবিধা, লোনের ব‌্যবস্থা সহ অনেক কিছু। আর তাতেই বেড়ে চলেছে হোম স্টে-র সংখ‌্যা।

বৃহস্পতিবার বিধানসভায় বঙ্গ পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন জানান, ‘‘পর্যটন এখন ইন্ডাস্ট্রির তকমা পেয়েছে। তৈরি হয়েছে হোম-স্টে পলিসি, পর্যটন পলিসি, ব‌্যাঙ্কের থেকে লোন, বিভিন্ন ইনসেনটিভ স্কিম। তাতেই পর্যটন শিল্পে মানুষের আগ্রহ বাড়ছে। এখন রাজ্যের ২৬০০ হোম স্টে রয়েছে। ২০১৬ সালে যেখানে ছিল ২০০টি।’’ বিধানসভায় বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের প্রশ্নের জবাবে পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন গজলডোবায় ভোরের আলো প্রকল্প দেখতে বিশ্বনাথকে সাথে যাওয়ার প্রস্তাব দেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিন কেতুগ্রাম বিধানসভার তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ তাঁর কেন্দ্রে ‘অট্টহাস’ নামক সতীপিঠে পর্যটক আনাগোনার জন্য ওই জায়গাটিকে পর্যটনকেন্দ্র করার দাবি জানান। অপরদিকে খেজুরি বিধানসভার বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক, হিজলি শরিফে মুসলিম ধর্মাবলম্বীদের প্রত্যেকদিন যাতায়াতের জন্য ওই জায়গাটিও পর্যটন কেন্দ্র গড়ে তোলার কথাটা বিবেচনা করার দাবি রেখেছেন রাজ্য সরকারের কাছে। পর্যটন মন্ত্রী উভয় বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

Related Articles