দেশ

কেরলের বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন এ যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল

Trinamool delegation is going to visit the devastated areas of Kerala

The Truth Of Bengal: বিধ্বস্ত কেরল। ওয়েনাডের ভূমিধসে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। তিনশোর কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ বহু মানুষ। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন।

এবার ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। তৃণমূলের ঐ প্রতিনিধি দলে থাকছেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোখলে। এছাড়াও তৃণমূলের অন্যান্য সদস্যরা থাকবেন প্রতিনিধি দলে। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন এই প্রতিনিধি দলের সদস্যরা।

দেখা করবেন আহতদের সঙ্গে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে দলের প্রতিনিধি দল যাওয়ার ঘোষণা করেছেন। কেরলে এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার গুলির পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই ভয়াবহ ঘটনায় নিহতদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles