বিনোদন

মুক্তি পেতে চলেছে ‘গ্যারা গ্যারা’, টানটান রহস্য রোমাঞ্চের গল্প ওটিটিতে

Gyaara Gyaara, a suspenseful mystery thriller is about to be released in OTT

The Truth Of Bengal: ‘ফির আয়ি হাসিন দিলরুবা’ ছবি মুক্তির দিনই ওটিটিতে মুক্তি পেতে চলেছে আরও এক ক্রাইম থ্রিলার। যার নাম ‘গ্যারা গ্যারা’। ইতিমধ্যেই ওটিটি প্ল্যাটফর্ম জি ৫ এ মুক্তি পেয়েছে এই সিরিজের ট্রেলার। এই সিরিজের মুলহ্য ভূমিকায় অভিনয় করছেন রাঘাব জুয়াল, কৃত্তিকা কামরা এবং ধইর্জ। এই পুরো কাহিনী একটি রহস্যকে ঘিরে তৈরি করা হয়েছে। এই রহস্যে ভরা ওয়েব সিরিজের সহ প্রযোজক হলেন করণ জোহার, গুনীত মঙ্গা কাপুর। এই সিরিজটি পরিচালনা করছেন উমেশ বিস্ট। ভরপুর অ্যাকশেন ও রয়েছে এই সিরিজে। যা দেখে রীতিমত কৌতূহল জাগারই কথা দর্শকদের। বহু বছর আগে বন্ধ হয়ে যাওয়া কোন এক রহস্যময়ী হত্যা কাণ্ড নিয়ে তৈরি হয়েছে এই সিরিজটি। যা আগামী ৯ অগাস্ট মুক্তি পাবে ওটিটিতে।

এই সিরিজে দেখা যাবে আরও অনেক অভিনেতা অভিনেত্রীদের । যারা হলেন গৌতমী কাপুর, গৌরব শর্মা, মুক্তি মোহন এবং পূর্ণেন্দু ভট্টাচার্য। এই সিরিজে রাঘবকে দেখা যাবে পুলিশের চরিত্রে। সময়ের সাথে সাথে অনেক রহস্যের উদ্ঘাটন হয়। ট্রেলারে রাঘাবকে বলতে শোনা যায় এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষগুলোর সাথে সবচেয়ে খারাপ হয়। রাত ১১ টা ১১ তে একটি ফোন আসে, যেখানে তথ্য দেওয়া হয় ১৫ বছর আগে কার একটি ডেডবডি পাওয়া গিয়েছে। এই সিরিজে কেবল রাঘাবকে নয় কৃত্তিকা কামরাকেও দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে। ট্রেলার থেকে যতটা আন্দাজ করা যাচ্ছে কোন এক সিরিয়াল কিলারকে ধরার চেষ্টা করছে সকলে। দর্শকদের মনে এই সিরিজের ট্রেলার থেকে অনেক কিছু প্রশ্ন জাগারই কথা, আর সেই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ৯ অগাস্ট।

Related Articles