বিনোদন
Trending

বক্স অফিসে সাফল্য পায়নি কিরণের দুটি ছবি, কি বললেন পরিচালিকা

Two films of Kiran did not succeed at the box office, what did the director say

The Truth Of Bengal: পর পর দুটি ছবি সাফল্য পায়নি বক্স অফিসে। কিরণ রাও পরিচালিত প্রথম ছবি ‘ধোবি ঘাট ‘, তারপর ‘লাপাতা লেডিজ ‘। তবে বক্স অফিসে অসফল তো কি হয়েছে ওটিটি তে ব্যাপক সাফল্য পেয়েছে ‘লাপাতা লেডিজ ‘। ‘ লাপাতা লেডিজ’ দেখে প্রশংসায় পঞ্চমুখ সিনেপ্রেমীরা । কিন্তু এই প্রশংসার বন্যা বয়েছে ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর।

প্রসঙ্গত,কিরণ রাও এর প্রথম ছবি ‘ধোবি ঘাট’ মুক্তি পায় ২০১০ সালে। সেই সময় তেমন সাফল্যের চূড়ায় পৌঁজোয়নি ছবিটি। তারপর কেটে যায় চোদ্দো বছর। ফের ২০২৪ -এ কিরণ রাও-এর হাত ধরে আসে এক সাধারণ প্রেমের ছবি ‘লাপাতা লেডিজ’। যা বক্স অফিস কাঁপাতে না পারলেও ওটিটি প্লাটফর্ম নেটফ্লিকসে ব্যাপক সাফল্য অর্জন করে। ছবির গানগুলিও মন ছুঁয়ে যায় দর্শকদের।সম্প্রতি বক্স অফিসে ‘লাপাতা লেডিজ’ ছবির অসাফল্য নিয়ে মুখ খোলেন কিরণ রাও। এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করে নেন যে তাঁর দ্বিতীয় ছবি ‘লাপতা লেডিজ’ বক্স অফিসে অসফল হয়েছে। তাঁর কথায়, ‘একরকমভাবে, এই দুই ছবিই ‘ধোবি ঘাট’ ও ‘লাপতা লেডিজ’বক্স অফিসে দারুণ ব্যবসা করেনি। ‘ধোবি ঘাট’ যদিও সেই সময় হিসেবে ভাল ব্যবসা করেছিল।

১০ থেকে ১৫ বছর পর, ‘লাপতা লেডিজ’ কিন্তু ‘ধোবি ঘাট’ ছবির থেকে খুব বেশি কিছু করতে পারেনি। ফলে, বলা চলে, যে আমি ব্যর্থ বলে মনে করি। বক্স অফিসের হিসেবে আমরা সফল নই। প্রচলিত নিয়মে, আমরা হাজার কোটি টাকার ব্যবসা করিনি, এমনকি ৩০, ৪০ বা ৫০ কোটিও না। এটাকে ব্যর্থতাই বলা চলে। এর জন্য আমি নিজেকেই দায়ী করি। ‘ধোবি ঘাট’ ছবির সময় এটা আরও বেশি করে মনে হত কারণ তখন বিকল্প আর কোনও মাধ্যম ছিল না, ওটিটি ছিল না সেই সময়। ফলে খুব বেশি দর্শকের কাছে পৌঁছয়নি। আমি বিশ্বাস করি যে সেই সময়ের নিরিখে খানিক আলাদা ছিল ছবিটা এবং সেই সময় প্রেক্ষাগৃহে মুক্তির ক্ষেত্রে খুবই বিরল। কিন্তু তাছাড়া, খুব একটা না। খুব গভীরভাবে ব্যর্থ নিজেকে মনে হয়নি।’

Related Articles