খেলা

অপেক্ষার অবসান! মোহনবাগানে যোগ বিশ্বকাপার জেমি ম্যাকলারেনের

Yoga World Cup player Jamie McLaren at Mohun Bagan

The Truth of Bengal: অনেক দিন ধরে জল্পনা ছিল, এবার সেই জল্পনাই সত্যি হলো! জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোসের, পাশে এবার দেখা যাবে আরও এক অস্ট্রেলীয়কে। মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। সবুজ-মেরুণ জার্সিতে এবার খেলবেন বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। ২০২২ সালের কাতার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে খেলেছিলেন তিনি। গত মরশুমে অস্ট্রেলিয়ার এ লিগের চ্যাম্পিয়ন দল মেলবোর্ন সিটিতে ছিলেন ম্যাকলারেন। এ লিগে ৫ বার সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেছিলেন ম্যাকলারেন।  ৩০ বছর বয়সি এই স্ট্রাইকার এ লিগের ইতিহাসে সর্বাধিক (১৫৪) গোল করেছেন। গত মরসুমেই মেলবোর্ন সিটির হয়ে ২৪টি গোল করেছেন তিনি। এই ক্লাবে টানা পাঁচ বছর খেলেছেন তিনি। ১৪২টি ম্যাচে করেছেন ১০৩টি গোল, যা ক্লাবের ইতিহাসে সর্বাধিক। মেলবোর্নের আগে পার্থ গ্লোরি ও ব্রিসবেন রোয়ার্সের মতো দলেও খেলেছেন তিনি।

সোমবার সকালে মোহনবাগানের ফেসবুক পেজে অফিশিয়ালি ঘোষণা করা হল জেমি ম্যাকলারেনের নাম। চার বছরের চুক্তিতে সবুজ মেরুনে যোগ দিচ্ছেন অজি বিশ্বকাপার। মোহনবাগান দিবসের আগেই ক্লাবে চলে আসছেন তিনি। আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসে দলকে নিয়ে অনুশীলন শুরু করবেন কোচ মোলিনা। তাঁর কথায়, মোহনবাগানে আমার খেলতে আসার পিছনে কাজ করেছে এই ক্লাবের ঐতিহ্য, ইতিহাস এবং ট্রফি জেতার উদগ্র ইচ্ছাশক্তি। আমি এর আগেও কলকাতা ডার্বি দেখেছি। ৬০,০০০ সমর্থকদের সামনে খেলার মজাটাই আলাদা। মোহনবাগানের সদস্য সমর্থকদের ক্লাবের প্রতি আবেগ, উচ্ছ্বাস ও ভালবাসাও আমাকে এই ক্লাবে টেনে এনেছে। মেরিনার্সদের সামনে মাঠে নামার জন্য মুখিয়ে আছি।

Related Articles