রাজ্যের খবর

উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে প্রাণে বাঁচলেন এক RPF কর্মী! দেখুন ভাইরাল সেই ভিডিয়ো

An RPF worker survived by using the present intelligence! Watch the viral video

The Truth Of Bengal : হুগলি, রাকেশ চক্রবর্তী : ব্যান্ডেল আরপিএফ এর কর্মি মিথিলেশ কুমার ইয়ার্ডে যাওয়ার লাইনে একটি দূরপাল্লার ট্রেনের তলায় ট্র্যাকে তল্লাশী চালাচ্ছিলেন। সেই সময় হঠাৎ সেই ট্রেনটি চলতে শুরু করে দেয়। তৎক্ষনাৎ নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে দুটি লাইনের মাঝে ট্রেনের তলায় শুয়ে পড়েন তিনি।ট্রেন তার উপর দিয়ে চলে গেলেও কোনো ক্ষতি হয়নি তার। আর এই ঘটনার ভিডিও করেন তারই এক সহকর্মী।সেই ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে মিথিলেশের সহকর্মিকে বলতে শোনা যায় নড়াচড়া না করতে। ট্রেন চলে গেলে সে বলার পর যেন ওঠে।

জানা গেছে মিথিলেশ ব্যান্ডেলে আরপিএফ কনস্টেবল পদে কর্তব্যরত।গত বৃহস্পতিবার তিনি দূরপাল্লার ট্রেনের তলায় ট্র্যাকে তল্লাশী করছিলেন।সেই সময় এই ঘটনা। এরপরই তাকে প্রাথমিক চিকিৎসা করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।জানা গেছে তার বাড়ি বর্ধমানে। এখন তিনি ছুটিতে রয়েছেন।ব্যান্ডেল আর পি এফ অবশ্য এবিষয়ে কোন কিছু বলতে চায়নি।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারীক কৌশিক মিত্র জানান,ঘটনাটি তার জানা নেই। তিনি খোঁজ নেবেন। রেল সূত্রে খবর যোগাযোগের ত্রুটির কারনে এমন হয়ে থাকতে পারে। বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে আরপিএফ।

Related Articles