দেশ

নিটের ফলপ্রকাশ শনিবার, মানতে হবে একাধিক সুপ্রিম-নির্দেশ

NEET results on Saturday, multiple Supreme-directives to be obeyed

The Truth Of Bengal : শনিবার প্রকাশিত হতে চলে নিটের ফল। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শনিবার দুপুরের মধ্যেই নিটের চূড়ান্ত ফলপ্রকাশ করবে এনটিএ। তবে কবে কাউন্সেলিং হবে, সেই দিন ঘোষণা করতে হলে সুপ্রিম কোর্টের অনুমতি নিতে হবে। এনটিএ চাইছে ২৪ জুলাই থেকে কাউন্সেলিং করাতে। তবে আদালতের অনুমতি নিয়ে সেই দিন ঠিক করতে হবে এনটিএ-কে।

প্রশ্নফাঁস, বেনিয়ম সংক্রান্ত যাবতীয় অভিযোগের মধ্যেই প্রকাশিত হতে চলেছে ডাক্তারির স্নাতক স্তরের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার ফল। বৃহস্পতিবার শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, নিটের প্রশ্নফাঁস হয়েছে। তবে সেটা বৃহত্তর পরিসরে নয়। অভিযোগ ওঠে মূলত পাটনা এবং হাজারিবাগ কেন্দ্রের মধ্যে। আদালত জানায়, যেহেতু বৃহত্তর পরিসরে প্রশ্নফাঁসের প্রমাণ মেলেনি তাই পুনরায় পরীক্ষার প্রয়োজন নেই।

২৩.৩৩ লাখেরও বেশি পরীক্ষার্থী গত ৫ মে মোট ৫৭১টি শহরের ৪৭৫০টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। যে পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। প্রাথমিক ফলপ্রকাশের পরে দেখা যায়, প্রথম স্থান অধিকার করেছেন ৬৭ জন। এর পর থেকে এই প্রবেশিকা পরীক্ষা নিয়ে উঠেছে বিস্তর অভিযোগ। পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগের পাশাপাশি অনেককে গ্রেস মার্কস দেওয়ারও অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা। পরে গ্রেস মার্কস দেওয়ার ব্যাপারটি স্বীকার করে নেয় পরীক্ষার নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। নেওয়া হয় রি-টেস্ট।

অবশেষে ফল্প্রকাশ হতে নিটের। তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আগামী ২০ জুলাই দুপুর ১২টার মধ্যে শহর এবং কেন্দ্রভিত্তিক ফলাফল আপলোড করতে হবে। যাঁদের নাম আপলোড করা হবে তাঁদের পরিচয় গোপন রাখতে হবে।

Related Articles