ভারতে ৫০০ কোটির গণ্ডি টপকাল কল্কি, বিশ্বে হাজার কোটির দোরগোড়ায়
Topkal Kalki, the 500 crore mark in India, is on the threshold of thousands of crores in the world

The Truth Of Bengal : বক্স অফিস জুড়ে এখন শুধুই ‘Kalki 2898 AD’ ঝড়। মুক্তির আগেই ৬০০ কোটি বাজেটের কল্কি ২৮৯৮ এডি বক্স অফিসে আয় করেছিল ৩৯৪ কোটি টাকা। তারপরে ছিল আবার ছবির প্রী বুকিং। প্রথম দিনে ৯৫ কোটি টাকা আয় করার পর দ্বিতীয় দিনে ছবিটির আয় কিছুটা কমলেও মোট চারদিনে বিশ্বজুড়ে ৫০০ কোটির গণ্ডি টপকেছে ছবির আয়ের পরিমাণ! তবে এবার ভারতে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করার পাশাপাশি গোটা বিশ্বেও হাজার কোটির দোরগোড়ায় পৌঁছাল ‘কল্কি’।
চলতি সপ্তাহে ‘কল্কি’ দেশে ব্যবসা করেছে মোট ৭৫ কোটি টাকার। বক্স অফিস সূত্রে খবর, দেশেই ৫০৭ কোটির ব্যবসা করেছে প্রভাস-দীপিকার ব্লকবাস্টার সিনেমা। অন্যদিকে গোটা বিশ্বে এই ছবির আয় ৯০০ কোটি টাকা। সপ্তাহের মাঝে খুব একটা লাভ করতে পারেনি ঠিকই, তবে রবিবার বক্সঅফিসে একেবারে বাজিমাত করেছিল ‘কল্কি’। প্রথম দিনে প্রভাস দীপিকার কল্কি ছক্কা হাঁকালেও দ্বিতীয় দিনে ছবির মোট কালেকশন কমে গিয়েছিল প্রায় ৪৩ শতাংশ। বিশ্ব ব্যাপী এই ছবি মুক্তি পেয়েছিল পাঁচটি ভাষায়। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালামে। ৭ জুলাই, শুধুমাত্র এক দিনেই ৪১.৩ কোটি টাকার ব্যবসা করেছে এই সিনেমা। এদিন শুধু হিন্দি বলয় থেকেই আয় হয়েছে প্রায় ২২ কোটি টাকা। ‘কল্কি’র তেলুগু ভার্সন ব্যবসা করেছে ১৪ কোটি টাকা। তবে দ্বিতীয় সপ্তাহান্তে দক্ষিণী ভাষায় বক্স অফিসে খুব একটা প্রভাব ফেলতে পারেনি প্রভাস-দীপিকা ছবি। তামিল, কন্নড়, মালয়ালম সব মিলিয়ে মোটে ৫ কোটি টাকার ব্যবসা করেছে। ভারতে দুই সপ্তাহে ‘কল্কি’র তেলুগু ভার্সন থেকে আয় হয়েছে ২৪২.৮৫ কোটি টাকা এবং হিন্দি বলয়ের মোট ব্যবসা ২১১.৯ কোটি টাকা।
প্রসঙ্গত, বিশ্বের দরবারে ‘কল্কি ২৮৯৮ এডি’ ৪ দিনে মোট আয় করেছিল প্রায় ৫০০ কোটিরও বেশি। মুলত ভারতের বাইরেই ছবিটি আয় করেছিল প্রায় ৩৬৯ কোটি ৪০ লক্ষ টাকা। শুধুমাত্র উত্তর আমেরিকায় আয় হয়েছিল ৪৫ কোটি ১ লাখ টাকা। ফলে ৪ দিনে মোট আয় গিয়ে দাঁড়িয়েছিল ৬৭১ কোটি ৯০ লাখ টাকায়।