
The Truth of Bengal : ট্রাফিক পুলিশ একটি গুরুত্বপূর্ণ অংশ যা সড়ক ও যাতায়াতের নির্দিষ্টি সুরক্ষার জন্য কাজ করে। এটি বিভিন্ন ধরনের যানবাহন নিয়ন্ত্রণ করে, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রয়োগ করে এবং সুরক্ষার বিষয়ে জনগণের সচেতনতা বাড়াতে কাজ করে। এবার এমনিই এক দৃষ্টান্ত স্থাপন করল কলকাতা পুলিশের ট্রাফিক গার্ডের সার্জেন্ট অতনু আচার্য।
বুধবার হেডকোয়ার্টার ট্রাফিক গার্ড অঞ্চলে সকাল আন্দাজ পৌনে আটটার ঘটনা। মহম্মদ আলি পার্কের কাছাকাছি থেকে হোমগার্ড রাজু সাউ ট্রাফিক গার্ডকে জানান, সদ্য বাস থেকে একা একা নেমে রাস্তায় দাঁড়িয়ে অঝোরে কাঁদছে বছর আটের একটি ছেলে। তাকে নানা প্রশ্ন করেও বিশেষ সুবিধে হয়নি। কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যান ট্রাফিক গার্ডের সার্জেন্ট অতনু আচার্য। শিশুটিকে বুঝিয়ে-শুনিয়ে শান্ত করে অবশেষে জানতে পারেন, তাকে বাসে তুলে দিয়েছিলেন তার মা, কিন্তু স্কুলের স্টপ চিনতে ভুল করে মাঝরাস্তায় নেমে পড়েছে সে। কিছুই চিনতে না পেরে এখন দিশেহারা।
সব শুনে প্রথমে তাকে সঙ্গে করে স্কুলে পৌঁছন অতনু। তাকে প্রধান শিক্ষিকার হাতে তুলে দিয়ে ফোনে কথা বলেন ছেলেটির মা-বাবার সঙ্গে। সব মিটিয়ে, ছেলেটির মা-বাবার অভিভূত প্রশংসা সঙ্গে নিয়ে স্কুল থেকে বেরোন অতনু। ট্রাফিক সামলানো তো আর শুধুই ট্রাফিক সামলানো নয়, পুলিশের রোজনামচায় আরও কত কী যে পড়ে…