রাজ্যের খবর

মালদার আমের সৌরভ দিল্লির দরবারে,লক্ষ্মীলাভের আশায় আম ব্যবসায়ীরা

Mango fair has started in Delhi

The Truth of Bengal: দিল্লিতে শুরু হয়েছে আমের মেলা। রাজ্য সরকারের উদ্যোগে খোলা হয়েছে মালদার আমের স্টল।  রাজধানীতে আয়োজিত মেলায় মিলছে  হিমসাগর,ফজলি,লক্ষ্মণভোগ,আম্রপালির মতো আম।একছাতার তলায় মিলছে নানান স্বাদের আম। বাংলার সুস্বাদু আম এখন  দিল্লির দরবার মাত করে দিচ্ছে বলা যায়।

মালদার আমের বিপুল চাহিদা। সুনাম রয়েছে সারা বিশ্বে।সেই জগত্ বিখ্যাত আম এবার পৌঁছে গেল দেশের রাজধানী দিল্লিতে।হিমসাগর,ফজলি,আম্রপালি,লক্ষ্ণণভোগের মতো নানা প্রজাতির আম এই আমের মেলায় মিলছে। এই বছর দিল্লিতে ১৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত আম উৎসব অনুষ্ঠিত হবে। ধাপে ধাপে এই মেলায় প্রায় ১৭ মেট্রিক টন আম পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এই মেলায় গড়ে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মালদহের আম। এই বছর মালদহে আমের ফলন তুলনায় কম হয়েছে। তাই অনান্য বছরের তুলনায় এই বছর কম আম পাঠানোর পরিকল্পনা রয়েছে।  দিল্লির হ্যান্ডলুম হাটে আম মেলার  উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনার উজ্জয়িনী দত্ত , মালদা ম্যাঙ্গো  মার্চেন্ট চেম্বার অফ অ্যাসোসিয়েশনের এর সভাপতি উজ্জ্বল সাহা সহ,  বিশিষ্টজনেরা। এ বিষয়ে মালদা ম্যাঙ্গো  মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদার আম বাজারজাত করার জন্য এবং পশ্চিমবঙ্গের যারা হস্তশিল্পী আছেন তাদের উৎপাদিত জিনিসপত্র মার্কেটিং করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মালদার জগৎ বিখ্যাত প্রজাতির আম এখানে রয়েছে। প্রথম দিনই ব্যাপক সাড়া পাওয়া গেছে।

এর ফলে ভালো সাড়া পাওয়া যাচ্ছে তাছাড়াও ব্যবসায়ী রা লাভের মুখ দেখতে পাচ্ছে।।রাজধানী দিল্লিতে শুরু হয়েছে আম মেলা। চলবে আগামী ৩০ শে জুন পর্যন্ত। রাজধানী দিল্লির সেই আম মেলায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের উদ্যোগে খোলা হয়েছে মালদার আমের স্টল। মালদা জেলা বরাবরই আমের জন্য জগৎ বিখ্যাত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদার আম বাজারজাত করার জন্য  এই  উদ্যোগ গ্রহণ করা হয়েছে।মালদার আমের স্বাদ বাহার উপভোগ করতে পেরে দি্ল্লির মানুষের মন খুশিতে ভরে উঠছে।বিশেষ করে বাঙালি স্বাদবিলাসীদের কাছে রাজ্য সরকার যেন নতুন দুয়ার খুলে দিয়েছে বলা যায়।

Related Articles