স্বাস্থ্য

বেশ কিছুদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন? কি খেলে এক নিমেষের মধ্যে এই সমস্যা থেকে মুক্তি মিলবে জানুন

Suffering from constipation? Know what to do to get rid of this problem in an instant

The Truth of Bengal: অনেকেই আছেন যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে। বাড়ি থেকে কাজে যাওয়ার সময় বা স্কুল কলেজে যাওয়ার সময় যদি ভালো করে পেট পরিষ্কার না হয়, তাহলে খুব মুশকিল, সারাদিনটায় যেন খুব অস্বস্তির মধ্যে দিয়ে যায়। ঠিক মত পেট পরিষ্কার না হলে মুখে হাসি নিয়ে কাজ করাও খুব কঠিন। এইসমস্যা কিভাবে সমাধান করবেন সেটা জানতে চাইছেন তো?

আসলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা এদানিং গ্রাস করেছে আট থেকে আশি অনেককেই। এই সমস্যা থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায় ঠিক মত খাবার খাওয়া। চিকিৎসকেরা বলছেন ঠিকভাবে খাবার না খেলে কোষ্ঠকাঠিন্যের মত সমস্যা গুলি আরও চেপে বসবে আপনাকে। সেই কারণে আপনার ডায়েটে কিছু পরিবর্তন আনতে হবে যার জেরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি।

অনেকেই আছেন যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে রেহাই পেতে ওষুধের দোকানে গিয়ে খেয়ে নেন মুঠো মুঠো ওষুধ। কিন্তু আপনি কি জানেন ঘরোয়া পদ্ধতিতে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হতে পারে। ভাবছেন কি করে? বাড়িতে ঘি থাকলেই মিলবে সমস্যার সমাধান। উষ্ণ গরম জলে এক চামচ ঘি, আপনার শরীরের কোষ্ঠকাঠিন্যের সমস্যা কে একেবারে নির্মূল করে দিতে সক্ষম।

যাদের কোষ্ঠকাঠিন্যের মত সমস্যা আছে তাদের খেতে এই ঘরোয়া উপায় প্রত্যেকদিন পালন করতে হবে। সকালে ঘুম থেকে উঠে অল্প উষ্ণ জলের সঙ্গে মিশিয়ে নিন ঘি, ব্রাশ করে সেই ঘি আর জল খেয়ে নিন। ঘি আপনার পেট ফাঁপা, পেট ব্যথার সমস্যা দূর করে। ঘি অন্ত্রের সমস্যা সমাধান করে, যার ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়।

ঘি খেলে আপনার শরীরে ক্ষতিকর কোলেস্টেরল গুলো কমে যায়, এবং বাড়ে উপকারী কোলেস্টেরল। এমনকি ঘি প্রদাহ জনিত সমস্যা সমাধান করতে পারে। ঘি কেবল কোষ্ঠকাঠিন্য দূর করে তা নয়, ঘি খেলে আপনার হার্ট ভালো থাকবে, এমনকি ওজন, ডায়াবেটিস, কোলেস্টেরল এই সব কিছু নিয়ন্ত্রণে থাকবে আপনার।

Related Articles