বিনোদন
Trending

“ভুলেছি শোক খোঁজে আমায় হাজার চোখ”, রক ভার্সনে ‘অযোগ্য আমি’

Ajogyo ami rock version

The Truth of Bengal : এমনিতেই রুপম ইসলাম মানেই আলাদা অনুভূতি, একাধিক মুগ্ধ আমরা প্রত্যেকেই। এবার তাঁর সঙ্গে অনুপম পিছিয়ে নেই বুম্বা দাও। কলকাতার রাস্তায় ঘুরে বেরিয়ে চা এর আড্ডায় দেখা গেল তিন অযোগ্য কে, না না … ভাববেন না আবার তাঁদের যোগ্যতা নিয়ে কথা বলছি, বরং কথা বলছি আসন্ন ছবি অযোগ্য নিয়ে। নতুন গান অযোগ্য আমি গান টি তো এতদিনে আপনারা শুনে নিয়েছেন, এবার এল এই গানের রক ভার্সন, যা রিতিমত ঝর তুলেছে রুপম অনুগামীদের মধ্যে তো বটেই, বলা যায় গোটা নেট দুনিয়ায়।

যত ভাবি ভুলে গেছি তবু চুপিচুপি খোঁজে সে আমায়… “ ভুলেছি শোক, হাজার চোখ খোঁজে আমায়,,,,আকাশের গায়ে লেখা অযোগ্য আমি…………… প্রথমত অনুপমের লেখা গানে এই মুহুরতে বাঙালির আলাদা আবেগ কাজ করে তাঁর সঙ্গে জুড়ে নিয়েছে রুপম ইসলাম নিজ্বেকে। ব্যাস আর আটকায় কে? তুঙ্গে উঠেছে এই মুহুরতে রক ভার্সনের চর্চা।

বাস্তবের সঙ্গে ভালোবাসার অকাট্য লড়াই নিয়েই আসছেন ঋতুপর্ণা প্রসেঞ্জিত,তাদের ৫০ তম ছবি অযোগ্য। ‘একটা বয়সের পর বিয়ে শব্দটা থার্মোকলের মতো হালকা হয়ে যায়, তখন ওজন থাকে শুধু বন্ধুত্বের’ ট্রেলারে বোঝা গিয়েছিল, খানিক আলাদা হতে চলেছে এই অযোগ্য। তাতে আছে নানা প্রশ্ন, যেমন প্রেম কি চিরন্তন নাকি প্রেমও ফুরিয়ে যায় একটা সময় পর? পুরোনো প্রেম যদি হঠাৎ ফের দরজায় কড়া নাড়ে, তখন কি পালটে যায় জীবন? এমনই অজস্র প্রশ্ন আর তাঁর উত্তর খুঁজতে আসছে অযোগ্য ,… আগামী ৭ ই জুন।

Related Articles