যৌনতা প্রসঙ্গে একি বললেন জাহ্নবী? শুনে হতবাক নেটিজেনরা
What did Janhvi say about sex? Netizens are shocked to hear

The Truth Of Bengal : বেশ কয়েকদিন ধরে খবরের শিরোনামে বারবার নাম উঠে এসেছে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের নাম। কখনো মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকর প্রসঙ্গে মন্তব্য আবার কখনো নিজের আগত ছবি “মিস্টার এন্ড মিসেস মাহি” নিয়েও বারবার ট্রল এর শিকার হয়েছেন জাহ্নবী। তবে এবার যৌনতা নিয়ে মুখ খোলায় নেটিজেনদের কাছে চরমভাবে ট্রল্ড হলেন শ্রীদেবী কন্যা।
হ্যাঁ, বুঝতে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে? এবার একটু খোলসা করে বলা যাক। আপাতত নিজের নতুন ছবি “মিস্টার এন্ড মিসেস মাহির” প্রচারে ব্যস্ত রয়েছেন এই জনপ্রিয় বলি অভিনেত্রী। এই ছবিতে রাজকুমারের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাকে। আর এই ছবির প্রচারে যৌনতার প্রসঙ্গ উঠায় বেফাস মন্তব্য করতে শোনা গেল জাহ্নবীর কন্ঠে। যার কারণে ঠাট্টা স্বীকার হয়েছেন অভিনেত্রী।
এবারে সবার মনে প্রশ্ন আসছে যে, যৌনতা প্রসঙ্গে কি এমন বলেছেন অভিনেত্রী? জাহ্নবী জানান, ” সম্পর্কের ক্ষেত্রে রেড ফ্লাগ নয়, রেড ক্রস মাথায় রাখুন। কারণ, প্রেম থাকুক, কিন্তু ক্লিনিক্যাল ব্যাপারটাও মাথায় থাকুক। কেননা, শারীরিক ঘনিষ্ঠতার সময়ে ত্বকের সঙ্গে ত্বক স্পর্শ করলে এইচপিভি ( হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) ছড়িয়ে পড়তে পারে। তবে হ্যান্ডশেক বা চুম্বনে আপত্তি নেই। যৌনাঙ্গের সঙ্গে যৌনাঙ্গের সংস্পর্শেই সমস্যা। ”
জাহ্নবির গলায় এরূপ কথা শুনে হতবাক নেটিজেনরা। কেউ কমেন্ট করে জানান, ” যে চিত্রনাট্য পড়ে একথা জাহ্নবী বলেছেন তার মানে তিনি বোঝেননি। ” বর্তমানে এ প্রসঙ্গটি একেবারে ট্রেন্ডিংয়ে চলছে বলাই যায়।