রাজ্যের খবর
নদী ভরাট রুখতে অভিযানে প্রশাসন, অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর
Administration to prevent river filling, FIR against the accused

The Truth Of Bengal : সত্যেন মহন্তঃ কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর : কালিয়াগঞ্জ শহরে শ্রীমতি নদী ভরাট রুখতে বুধবার যৌথ অভিযান চালালো পুরসভা, পুলিশ এবং ভুমি সংস্কার দপ্তর। পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের গুদরীবাজার এলাকায় গোপনে শ্রীমতি নদীর বুকে মাটি ভরাট করা হচ্ছে। এলাকার বাসিন্দাদের থেকে অভিযোগ পেয়েই এদিন দুপুরে আইসি দেবব্রত মুখার্জি এবং বিএলআরও সুমন তামাংকে নিয়ে হানা দেন পুরপ্রধান রামনিবাস সাহা।
এদিন তাঁদের সঙ্গে ছিলেন ৪ ও ২ নম্বর ওয়ার্ডের পুর কাউন্সিলর মনোজ সরকার এবং রথীন্দ্রনাথ দাস প্রমুখ। সরকারি নিয়ম অমান্য করে মাটি ভরাটের দায়ে অভিযুক্ত জমির মালিকের বিরুদ্ধে কালিয়াগঞ্জ থানায় এফআইআর দায়ের করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিএলআরও।