রাজ্যের খবর
Trending

West Bengal Lok Sabha Election 2024 : সকাল ৯টা পর্যন্ত ৩৬৪টি অভিযোগ, দ্রুত পদক্ষেপ কমিশনের

364 complaints till 9 am

The Truth Of Bengal : ষষ্ঠ দফা ভোটগ্রহণ চলছে। সকাল থেকে নানা জায়গায় কিছু অশান্তির ঘটনা ঘটেছে। সকাল ৯টা পর্যন্ত ৩৬৪টি অভিযোগ জমা পড়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে। তার মধ্যে NGRS-এ অভিযোগ এসেছে ২০৫টি। C-VIGIL অ্যাপে অভিযোগ জমা পড়েছে ৯০টি। CMS-এ অভিযোগ এসেছে ৬৯টি। সবগুলি অভিযোগ খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ করেছে কমিশন। জমা পড়া মোট অভিযোগের মধ্যে বিজেপি ৩০টি অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে সিপিএমের পক্ষ থেকে ৩৮টি অভিযোগ জমা পড়ল।

ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গে ৮ কেন্দ্রে ভোট হচ্ছে। ভোটগ্রহণ চলছে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, কাঁথি, তমলুক, মেদিনীপুর, ঘাটাল ও ঝাড়গ্রাম লোকসভা আসনে। রাজ্যে ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। এখনও পর্যন্ত যা সর্বোচ্চ। সকাল থেকে বিক্ষিপ্ত কিছু অশান্তি মাঝে চলছে ভোটগ্রহণ। বেশ কিছু বুথে এদিনও সকাল থেকে ইভিএম নিয়ে অভিযোগ আসতে থাকে। কিছু বুথে এজেন্ট বসানো নিয়েও অশান্তি হয়।

এদিন যে আট কেন্দ্রে ভোট হচ্ছে সেখানে প্রচুর স্পর্শকাতর বুথ আছে। ফলে কমিশন বাড়তি সতর্ক আছে এই দফায়। তা সত্ত্বেও ষষ্ঠ দফার শুরুতেই সকাল ৯টা পর্যন্ত অভিযোগের পাহাড় জমা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে। সবগুলি অভিযোগ খতিয়ে দেখে দ্রুত কড়া ব্যবস্থা নিয়েছে কমিশন।

Related Articles