Arjun Bijlani: প্রতারিত অর্জুন! খোয়ালেন হাজার হাজার টাকা! কি হয়েছিল তাঁর সঙ্গে?
Arjun Bijlani: Arjun Bijlani shared his concern over digital security after he loses Rs 40k in cyber fraud

The Truth Of Bengal: মে মাসের দ্বিতীয় সপ্তাহে টেলেভিশনের পরিচিত মুখ অর্জুন বিজলানি একটি ব্যাঙ্কিং জালিয়াতির শিকার হয়েছিলেন। তাঁর ক্রেডিট কার্ড’কে হ্যাক করে সাইবার জালিয়াতি করা হয়েছইল বলেই অভিযোগ। চলতি মাসের ৯ তারিখ অভিনেতা এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে জানান মোট আটটি ট্রানজাকশন হয়েছিল অভিনেতার অ্যাকাউন্ট থেকে। যার ফলস্বরুপ তাঁকে ৪০,০০০ টাকা খোয়াতে হয়।
তবে এতদিন পর অভিনেতা জানান তাঁর দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে যে, এটা ঠিক কতটা খারাপ একটা ঘটনা ঘটেছিল তাঁর সঙ্গে এদিন। তিনি প্রশ্ন তোলেন যে আজকের দিনে দাঁড়িয়েও এই সব প্রতারণা গুলি দিন দিন বেড়ে চলেছে, এবং কাদের তরফ থেকে এটা করা হয়েছে তাঁদের পরিচয় কিংবা তথ্য অভিনেতা আজও পাননি। তিনি এদিন বলেন যে, “যদি আমি সেইদিন ঘুমিয়ে পরতাম? কিংবা অনেকেই আছেন যারা সাধারণত ম্যাসেজ কি আসছে দেখেন না! তাঁদের ক্ষেত্রে কি হত?” টাই তিনি সতর্ক হতেও বলেন সকলকে।
জানা গেছে, অর্জুনের ক্রেডিট কার্ডের লিমিট ছিল ১০ থেকে ১২ লক্ষ টাকা। সেখানে আর একটু অসাবধানতা দেখালে অভিনেতার যে আরও বড় বিপদ হত তা বলাইবাহুল্য। যে সময় এই জালিয়াতির স্বীকার হয়েছিলেন অর্জুন, তিনি জানান সেই সময় তিনি জিমে ছিলেন। পড়ে তড়িঘড়ি তিনি তাঁর নিজের তরফ থেকে পদক্ষেপ নিয়ে কার্ড’টিকে ব্লক করে দেন। তবে ঘটনাটি তাঁর কাছে চোখ খুলে দেওয়ার মতো ঘটনা ছিল বলেই এদিন অভিনেতা জানান।