রাজ্যের খবর

ধর্ম নিয়ে রাজনীতি ইস্যুতে মোদিকে কড়া জবাব মমতার,রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নন,কার্তিক মহারাজের ভূমিকায় সরব

Mamata's harsh reply to Modi on the issue of religion and politics

The Truth of Bengal: রবিবার পুরুলিয়ার সভায় ধর্মীয় সেন্টিমেন্টকে প্রচারের হাতিয়ার করেন নরেন্দ্র মোদি।অভিযোগ করেন,বাংলার মুখ্যমন্ত্রী সন্ন্যাসীদের অপমান করেছেন।মোদিকে এবার কড়া জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।বাঁকুড়ার সভায় মমতা অবস্থান ব্যাখা করেন ।তৃণমূল সুপ্রিমো বলেন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠানের বিরুদ্ধে তিনি নন,কার্তিক মহারাজের মতো যাঁরা মিশনকে সামনে রেখে বিজেপি করছেন তাঁদের কথা বলেছিলাম।তাঁর সাফকথা, আড়াল থেকে নয়,পারলে সরাসরি বিজেপির প্রতীক নিয়ে রাজনীতি করুন।

রামকৃষ্ণ –বিবেকানন্দ যে মানবসেবার কথা বলেন,সেই পথ থেকে সরে এসে মুর্শিদাবাদের রামকৃষ্ণ মিশনের এক মহারাজ বিজেপির হয়ে রাজনীতি করছেন। কার্তিক মহারাজ সরাসরি বলছেন,তৃণমূলের এজেন্ট বসতে দেবেন না।সেই প্রসঙ্গ তুলে   মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন,তিনি কেন এই কাজ করবেন ? রামকৃষ্ণ মিশন,ভারত সেবাশ্রম সংঘও ইস্কনকে বিজেপি রাজনীতির উদ্দেশ্যে ব্যবহার করায় মুখ খোলেন তিনি।কিন্তু প্রধানমন্ত্রী তাঁর কথা অপব্য্যাখা করেন বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করে।মোদি সরাসরি বলেন,বাংলার মুখ্যমন্ত্রী হিন্দু সন্ন্যাসীদের অপমান করেছেন।  রবিবার  পুরুলিয়ার সভা থেকে মমতাকে আক্রমণ শানান মোদী।  মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জবাব দেওয়ার জন্য রাজ্যবাসীকে ভোট   দিতেও বলেন। বাঁকুড়ার ওন্দার সভায় বাংলার মুখ্যমন্ত্রী বলেন,‘‘আজ আমি জবাব দিতে এসেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে আমাকে কী বলেছেন? আমি কী বলেছিলাম, জয়রামবাটি সারদা মায়ের জন্মস্থান। আমি অনেকবার এসেছি। আপনি কতবার এসেছেন?  ”একইসঙ্গে রামকৃষ্ণ মিশনের একাংশকে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলেও সোচ্চার হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইবিষয়ে এদিন বিশদে ব্যাখা দেন বাংলার মুখ্যমন্ত্রী।তিনি বলেন,

আমি কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে বলব?

আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই

আমি কেবল দু’একজনের কথা বলেছি

তাঁর মধ্যে একজন হলেন ওই কার্তিক মহারাজ

আমি ওঁর কথা বলেছি, খবর পেয়েছি

উনি তৃণমূলের এজেন্টদের বসতে দেন না

এলাকায় এলাকায় ধর্মের নামে বিজেপি করছেন

উনি রাজনীতি করতেই পারেন

আমার তাতে আপত্তি নেই, বলব বিজেপির প্রতীক

বুকে  লাগিয়ে রাজনীতি করুন

আড়ালে থেকে রাজনীতি করবেন না,আপনি।ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির উদ্দেশ্যে ব্যবহার না করে সরাসরি পদ্মফুল প্রতীকে লড়ার আহ্বানও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার আরও প্রশ্ন,সারদা মায়ের জন্মস্থানে কতবার এসেছেন মোদি? ভোটের আগে রামকৃষ্ণ মিশন,ভারত সেবাশ্রম সংঘকে ব্যবহার না করে সারা বছরে যতমত তথ পথের বঙ্গ দর্শনকে তিনি যে সম্মান প্রদর্শন করেন সেকথাও তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। ”বিজেপির ধর্ম নিয়ে ভন্ডামি আর প্রতারণার রাজনীতিকেও একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়।বুঝিয়ে দেন মেরুকরণ বা ভাগাভাগি নয়, রামকৃষ্ণ পরমহংসের যত মত তত পথই তাঁর মানবতাবাদী দর্শনের ভিত্তি।

Related Articles