রাজ্যের খবর
Trending

ঝড়ে লন্ডভন্ড ভোটকেন্দ্র, দলের ক্যাম্প ছেড়ে পালালেন কর্মীরা

The party workers fled the polling station in the storm and left the party camp

The truth Of Bengal : হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ভোটগ্রহণ কেন্দ্র। বনগাঁ লোকসভা কেন্দ্রের একাধিক কেন্দ্রে আতঙ্কে বুথ ছাড়লেন ভোটাররা। পঞ্চম দফায় সকাল থেকেই নির্বিঘ্নে ভোট হচ্ছিল বনগাঁ লোকসভা কেন্দ্রে। হঠাৎই প্রবল জোরে হাওয়া বইতে থাকে। শুরু হয় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি।

মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে বাগদার মশ্যমপুর ভোট কেন্দ্রের আশেপাশের অস্থায়ী ছাউনি ও রাজনৈতিক দলের অস্থায়ী ক্যাম্পগুলি। সেখানে থাকা লোকজন চলে যান অনয জায়গায়। ফাঁকা হয়ে যায় গোটা এলাকা। স্থানীয়রা জানিয়েছেন প্রবল বেগে হাওয়া বইতে থাকে। ঝড়ের দাপটে ভোটকেন্দ্র ছেড়ে যে যার মতো দৌড়ে পালান।

কিছু ভোটার ভোট কেন্দ্রের মধ্যে আশ্রয় নেন। পাশাপাশি গাইঘাটার ঝাউডাঙা পঞ্চায়েতের আংরায়েলের ২১৭ নম্বর বুথে প্রবল ঝড় বৃষ্টির কারণে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়।

Related Articles