রাজ্যের খবর
Trending

Big Breaking : শুভেন্দুর জেলায় সিবিআই হানা

Big Breaking: CBI raid in Shuvendur district

The Truth Of Bengal :লোকসভা ভোটের আবহে সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি ।পূর্ব মেদিনীপুরের সিবিআই হানা, মারিশদায় জোড়া হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ভোট পরবর্তী হিংসার জেরেই হানা। সিবিআই সূত্রের খবর ২০২১ শে বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসা হিংসায় তৃণমূল নেতা দেবব্রত পান্ডার নাম জড়ায়। তবে তৃণমূল নেতার দেখা না পেলেও তার মেয়ের সঙ্গে কথা বলে কথা বলেন সিবিআই আধিকারিকরা। মারিসদার ইছাগেরা গ্রামে যান সিবিআই। সেখানে পঞ্চায়েত প্রধান নন্দদুলাল মাইতির বাড়িতে যান সিবিআই আধিকারিকরা, যদিও ওই তৃণমূল প্রধানের সাথে দেখা না হল তার স্ত্রীর সঙ্গে কথা বলেন আধিকারিকরা। বাড়িতে গিয়েও দুই তৃণমূল নেতার দেখা পেল না সিবিআই। খালি হাতেই ফিরল তারা।

 

 

 

Related Articles