lok sabha election 2024: গণতন্ত্রের ‘উৎসবে’ কাল ৯৬ কেন্দ্রে ‘চতুর্থী’, প্রস্তুতি সম্পূর্ণ
lok sabha election 2024: In the 'festival' of democracy, Kal 96 'Chaturthi', preparations are complete

The Truth of Bengal: সোমবার ১৩ মে ১০টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হতে চলেছে। ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতি সেরে ফেলেছে নির্বাচন কমিশন। এই পর্বে দেশের ১৭.৭ কোটি ভোটার তাঁদের গণতান্ত্রিক মতাধিকার প্রয়োগ করবে। তার মধ্যে আছে ৮.৯৭ কোটি পুরুষ ভোটার। বাকি ৮.৭৩ কোটি মহিলা ভোটার। মোট ১.৯২ লক্ষ ভোট কেন্দ্রে নেওয়া হবে ভোট।
অন্ধ্রপ্রদেশের ১৭৫টি বিধানসভা আসন এবং ওড়িশার ২৮টি বিধানসভা আসনেও এই পর্বে নির্বাচন হতে চলেছে। ভোটের দিনে কোনও রাজ্যে তাপপ্রবাহের পূর্বাভাস নেই। তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে বলে জানানো হয়েছে। অন্যদিকে, তেলেঙ্গানায় ভোটারদের অংশগ্রহণ বাড়াতে ভোটের সময় বাড়ানো হয়েছে।
আগের তিন দফায় মোট ২৮৩টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার চতুর্থ দফায় ভোট হবে ৯৬টি লোকসভা কেন্দ্রে। এর আগে তিন পর্বে মোতামুটি শান্তিতে শেষ হয়েছে ভোটগ্রহণ। সেই অর্থে বড় কোনও অভিযোগ আসেনি কোনও রাজ্য থেকে। কমিশন চায় শান্তিতে ভোট হওয়ার এই যে ধারা চলছে তা বজায় রাখতে। তার জন্য নিরাপত্তা সহ সবকিছুতেই পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
চতুর্থ দফার ভোটে বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি ছাড়াও বেশ কয়েকটি প্রাদেশিক রাজনৈতিক দলের মধ্যে তীব্র লড়াই হবে। অন্ধ্রপ্রদেশের টিডিপি বা তেলেঙ্গানা দেশম পার্টির সঙ্গে জোট করে লড়ছে বিজেপি। ২০১৯ সালে ২৫ আসনের মধ্যে ২২ আসন পেয়েছিল বিজেপি-বিরোধী শিবির ওয়াইএসআর কংগ্রেস। অন্যদিকে, ১৭ আসনের তেলেঙ্গানাতেও বিজেপি পেয়েছিল মাত্র ৪টি আসন। রাজনৈতিক মহল বলছে, দক্ষিণের এই দুটি রাজ্য থেকে বিজেপিকে এবার ভালে ফল করতেই হবে। আর মহারাষ্ট্রের ১১ আসনের সবগুলিই বিজেপির ছিল। ফলে সেটাও ধরে রাখতে হবে তাদের।
পশ্চিমবঙ্গের ৮ আসনের মধ্যে তৃণমূলের ছিল ৬টি, বাকি একটি করে কংগ্রেস ও বিজেপির। যদিও প্রতিটি রাজ্যেই প্রাদেশিক রাজনৈতিক দলগুলি বিজেপির থেকেও শক্তিশালী। তাই এখানে কংগ্রেসের সঙ্গে গেরুয়া শিবিরের টক্কর হবে না। হবে প্রাদেশিক তৃণমূল, সমাজবাদী পার্টি কিংবা ওয়াইএসআর কংগ্রেসের মতো দলগুলির সঙ্গে। আগের তিন দফায় মোট ২৮৩টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার চতুর্থ দফায় ভোট হবে ৯৬টি লোকসভা কেন্দ্রে।