রাজনীতি

‘লক্ষ্মীর ভান্ডারের টাকা মমতা ব্যনার্জির বাপের টাকা নয়’,অভিজিত গঙ্গোপাধ্যায়ের অশালীন ব্যক্তি আক্রমণ!

Lakshmi Bhandar's money is not Mamata Banerjee's father's money, Abhijit Gangopadhyay's indecent attack!

The Truth of Bengal: হাইকোর্টের বিচারপতির পদে ইস্তফা দেওয়ার পর তিনি ভোটে লড়তে নেমেছেন।রাখঢাক ,শালীনতা না রেখেই তিনি কখনও মমতা বন্দ্যোপাধ্যায়,কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানাচ্ছেন।এমনকি শিষ্টাচারের সীমা লঙ্ঘন করে তিনি নির্লজ্জ ব্যক্তি আক্রমণ করছেন।মুখে গণতন্ত্রের কথা বললেও বারবার তাঁর কণ্ঠে  শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী সম্পর্কে অশালীন- অশোভন মন্তব্য। এবার তমলুকের প্রচার সভায় অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের মুখে স্বৈরতান্ত্রিক স্বর শোনা গেল বলে কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেস।

তাঁর মন্তব্য, লক্ষ্মীর ভান্ডারের টাকা মমতা ব্যনার্জির বাপের টাকা নয়,এই টাকা  জনগণের টাকা।বিজেপি ক্ষমতায় এলে ৩গুণ অনুদান দেওয়ার প্রতিশ্রুতিও দিচ্ছেন। তৃণমূল কংগ্রেস বলছে,এই ধরণের মন্তব্য বিজেপি নেতাদের মুখেই শোভা পায়।যাঁরা রাজনৈতিক শালীনতার সীমা ছাড়িয়ে বিতর্কিত মন্তব্য করেন।মুখ্যমন্ত্রীর চেয়ারকেও সম্মান দেন না।বাংলায় এই ধরণের রাজনীতি যে চলে না তা একুশের বিধানসভা ভোট থেকে শিক্ষা নেয় না।কিন্তু আশ্চর্যজনকভাবে বিজেপির কোচবিহারের নেত্রী দীপা চক্রবর্তী

Related Articles