রাজ্যের খবর

দলীয় পতাকা লাগানো ঘিরে তৃণমূল-বিজেপি বচসা, উত্তপ্ত ব্যারাকপুর

Trinamool-BJP grumbles over party flag hoisting, heated barracks

The Truth Of Bengal : দলীয় পতাকা লাগানো নিয়ে বিজেপি ও তৃণমূলের বচসা। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমডাঙ্গায় 264/237 নম্বর পার্টে। ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

জানা যায়, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমডাঙ্গায় 264/237 নম্বর পার্টে বিজেপির কর্মী সমর্থকেরা তাঁদের দলীয় পতাকা লাগাতে গেলে দত্তপুকুর ২ নম্বর পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান মান্তু সাহা নেতৃত্বে তৃণমূলের গুন্ডা বাহিনীর বচসা বাঁধে। অভিযোগ এই সময় বিজেপি কর্মীদের মারধর করে তৃণমূলের গুণ্ডা বাহিনী। এই নিয়ে বিজেপির পক্ষ থেকে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়।

Related Articles