রাজ্যের খবর

খাবারের খোঁজে হাতির হানা, লোকালয়ে হাতির হামলায় মৃত্যু এক 

Death by rabid elephant attack is one

The Truth of Bengal: জঙ্গলছেড়ে খাবারের খোঁজে লোকালয়ে বেরিয়ে আসে হাতি। উন্মত্ত হাতির হামলায় মৃত্যু হল এক  ব্যক্তির।মৃতের নাম মাংরি ওঁরাও। বছর ৫০-র মাংরি ওঁরাওয়ের বাড়ি চালসার মহাবাড়ি বস্তি এলাকায়। এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্কের আবহ তৈরি হয়েছে। মেটেলি থানার পুলিশ ও খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা দেহ উদ্ধার করে নিয়ে গিয়ে তদন্ত শুরু করেছে।

খাবারের লোভে জঙ্গল থেকে বেরিয়ে আসছে হাতির দল। এই হাতির হানা বন্ধ হচ্ছে না  ডুয়ার্সে। গতবছর সেপ্টেম্বরে   হাতির পাল ৮ থেকে ১০ বিঘা ধানের ক্ষেত নষ্ট করে দেয়। জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের বাতাবারি এলাকার কৃষকরা তাতে অ্থৈজলে পড়েন। এবার খাবারের খোঁজে লোকালয়ে এসে ঘুমন্ত এক ব্যক্তিকে পিষে মারল হাতি। মৃতের নাম মাংরি ওঁরাও।বছর মাংরি ওঁরাওয়ের ঘরে  হামলা চালায় হাতি। তাণ্ডবে গৃহহারা হওয়ার আশঙ্কা দেখা দেয়। এরপরই তিনি নিজের মাথার ছাদ বাঁচানোর চেষ্টা করেন। তখন উন্মত্ত হাতি, মহিলাকে আক্রমণের জন্য বেছে নেয়। মাংরিকে পিষে দেওয়ার পর পরে অবশ্য হাতিটি জঙ্গলের ডেরায় ফিরে যায়।

ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।মৃতের নাম মাংরি ওরাওঁয়ের। রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়  ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা সংলগ্ন মহাবাড়ি বস্তি এলাকায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মেটেলি থানার পুলিশ ও খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা গিয়ে দেহটি উদ্ধার করে।

যাবতীয় সরকারি সুযোগ-সুবিধা যাতে মৃতার পরিবার পায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন প্রধান সহ পদস্থ আধিকারিকরা। বলা যায়, মহাবাড়ি বস্তি এলাকায় মাঝেমধ্যেই জঙ্গল থেকে ঢুকে পড়ে হাতি। এর আগেও ওই এলাকায় হাতির হানায় বহু ঘর বাড়ি যেমন ভেঙেছে তেমনি প্রাণ হানিরও ঘটনা ঘটেছিল। এলাকায় হাতির হানা রুখতে পথবাতি সহ বনদপ্তরের নিয়মিত টহলদারির দাবি জানিয়েছেন বাসিন্দারা।

Related Articles