কলকাতা

নির্বাচনের আগেই ফের বঙ্গে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাট গড়ায় এবার ‘বহিরাগত’

Millions of rupees were recovered in Bengal again before the elections

The Truth of Bengal: ভোটের আগে নাকা চেকিং উদ্ধার লক্ষ লক্ষ টাকা ,আটক টাকা সমেত গাড়ি। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রিষড়া থানার পুলিশ ও নির্বাচন কমিশনের কাজে যুক্ত কর্মিরা গাড়ি থামিয়ে তল্লাশি করে বিভিন্ন এলাকায়। চারচাকার গাড়ি গুলোকে থামিয়ে ডিকি খুলে তল্লাসী চালানো হয়। রিষড়া বাঘখালের কাছে উত্তরপাড়া থেকে শ্রীরামপুরের দিকে যাওয়া একটা গাড়িকে সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালানো হয়। তখনই গাড়ি থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ টাকা। টাকার কোন প্রমাণ না দেখাতে পারায় তাকে টাকা সমেত গাড়িকে আটক করে রিষড়া থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম ভগবান পাঠক বাড়ি বিহার। রিষড়া থানার এক আধিকারিক জানান গাড়িতে করে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। টাকার কোন প্রমাণপত্র না পাওয়ায় টাকা আটক করা হয়। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles