শান্তিপুরে চলন্ত গাড়িতে আগুন, ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী
A moving car caught fire in Shantipur, local residents are scared of the incident

The Truth Of Bengal : মাদক পাচার করার সময় চলন্ত গাড়িতে আগুন। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুর থানার ঘোড়ালিয়া বাইপাস সংলগ্ন এলাকায়। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, বুধবার রাতে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে রানাঘাট থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে ঘোড়ালিয়া বাইপাস এলাকায় একটি সুইফট গাড়ির ইঞ্জিনে আগুন লেগে যায়। পরে বিষয়টি দেখে তড়িঘড়ি স্থানীয় মানুষজন প্রাথমিক ভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন সম্পুর্ন গাড়ীকে গ্রাস করে নেয়। পরে রানাঘাট থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থালে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার পর গাড়ির ডিকি ও বনেটের ভিতর থেকে গাঁজা যাবতীয় মাদকের বেশ কিছু প্যাকেট উদ্ধার হয়েছে।
স্থানীয় মানুষের অভিযোগ, গাড়ির ইঞ্জিনের বনেটের ভিতরে করে গাঁজা মাদক পাচার হচ্ছিল। ঘটনার পর থেকেই পলাতক গাড়ির চালক। ঘটনার স্থলে এসে পৌঁছায় রানাঘাট পুলিশ জেলার এসডিপিও শৈলজা দাস সহ একাধিক উচ্চিপদস্থ আধিকারিকরা। তবে গাড়ীতে ঠিক কত পরিমান গাঁজা ছিল সেই বিষয়ে এখনই সঠিক কোনো তথ্য জানতে পারেনি পুলিশ। কোথা থেকে কোথায় ওই গাঁজা পাচার হচ্ছিল ও এর পিছনে কারা জড়িত তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। পলাতক গাড়ী চালকের সন্ধান চালাচ্ছে পুলিশ। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।