রাজ্যের খবর

নুডলসের মধ্যে হিরে পাচারের চেষ্টা, বিপুল অঙ্কের সোনা ও হিরে উদ্ধার বিমানবন্দরে

Huge amount of gold and diamonds recovered at the airport

The Truth of Bengal: নুডলসের মধ্যে হিরে পাচারের চেষ্টা। নুডলসের প্যাকেট কাটতেই বেরিয়ে আসে সোনা-হিরে। নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে পাচারের চেষ্টা। তল্লাশি করতে গিয়ে ধরা পড়ে যায় বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে। প্রায় সাড়ে ৬ কোটির সোনা-হিরে পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় অভিযুক্তদের। সোনা, হিরের মতো বহুমূল্যবান সম্পদ পাচারে একের পর এক নতুন পদ্ধতি অবলম্বন করে চলেছে পাচারকারীরা। গত বেশ কয়েকদিনে মুম্বই বিমানবন্দরে পাকড়াও হওয়া পাচারকারীদের কাণ্ড হতবাক করেছে নিরাপত্তারক্ষীদের। কখনও নুডলসের প্যাকেটে হিরে, আবার কখনও শরীরে লুকোনো সোনা ও হিরে পাচার করার চেষ্টা।

তবে প্রতিক্ষেত্রেই একেবারে হাতেনাতে ধরা পড়ে যায় তাদের কৌশল। এবার মুম্বই বিমানবন্দরে কোটি কোটি টাকার সোনা ও হিরে পাচারের চেষ্টা হচ্ছিল। তল্লাশি করে পাচারের নয়া পন্থা দেখে হতভম্ভ বিমানবন্দরের কর্তৃপক্ষ।  প্রায় সাড়ে ছয় কোটি সোনা ও হিরে পাচারের অভিযোগে অভিযুক্তরা গ্রেফতার। জানা যাচ্ছে, ৬.৮ কেজির সোনা যার বাজার দর আনুমানিক মূল্য ৪.৪৪ কোটি টাকা ও ২.০২ কোটির হিরে ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়। এই পচারের সঙ্গে যুক্ত চারজলকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। তদন্তকারীরা জানাচ্ছেন, নুজলসের প্যাকেটের ভিতরেই হিরে নিয়ে পাচার করার চেষ্টা হচ্ছিল। এমনকি ওই অভিযুক্তদের শরীরের ভিতরও সোনা লুকানো ছিল বলে খবর।

সূত্রের খবর, ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করা এক ভারতীয় যাত্রীর কাছে থাকা নুজলসের প্যাকেটের মধ্যে থেকেই উদ্ধার হয় হিরে। তদন্তকারীদের হাতে গ্রেফতার হন সেই অভিযুক্ত। অন্যদিকে বিদেশী এক অভিযুক্তও গ্রেফতার হয়। জানা যায়, কলম্ব থেকে মুম্বইয়ে ফেরেন ওই বিদেশী অভিযুক্ত। অন্তর্বাসের মধ্যে ৩২১ গ্রাম সোনা লুকিয়ে রেখেছিলেন তিনি। এছাড়াও আরও ১০ জন ভারতীয়কে এদিন আটক করা হয়। এছাড়াও বাহরিন, দোহা, ব্যাংকক ও সিঙ্গাপুর থেকে আসা ৬ জনকে আটক করা হয়। যাদের মধ্যে কেউ ব্যাগের মধ্যে আবার কেউ শরীরের অভ্যন্তরে আবার অনেকে পায়ুদ্বারে করে সোনা নিয়ে যেতে গিয়ে পাকড়াও হন বলে তদন্তকারীরা জানান।

Related Articles